ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধূমপান নিরুৎসাহে...

প্রকাশিত: ১১:২৫, ২৯ জানুয়ারি ২০২০

ধূমপান নিরুৎসাহে...

এক প্যাকেট সিগারেটের মূল্য ৪৮ ডলার। যারা ধূমপান করেন তারা হয়তো শিরোনাম দেখে চমকে গেছেন। তবে অবিশ্বাস্য হলেও এটাই সত্য। আর এই কাজটি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ধূমপানে নিরুৎসাহিত করতে সিগারেটের দাম আরও বাড়াতে যাচ্ছে দেশটি। এ বছরে দেশটিতে সিগারেটের দাম বাড়বে অন্তত ১২ দশমিক ৫ শতাংশ। তামাক ব্যবহার কমানোর লক্ষ্যে টানা আট বছর ধরে সিগারেটের দাম বাড়াচ্ছে অস্ট্রেলীয় সরকার। গড়ে প্রতি প্যাকেট সিগারেটের জন্য ব্যয় করতে হবে সর্বোচ্চ সাড়ে ৪৮ অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশী মুদ্রায় প্রায় তিন হাজার টাকা। এই মূল্য হবে সারাবিশ্বের মধ্যে সর্বোচ্চ। সেপ্টেম্বর থেকেই অস্ট্রেলিয়ায় কার্যকর হবে নতুন মূল্যহার। সে সময় এক প্যাকেট মার্লবোরো গোল্ড সিগারেটের দাম হতে পারে ৪৮ দশমিক ৫০ ডলার। সবচেয়ে কম দামী সিগারেটও প্রতি প্যাকেটে খরচ পড়বে অন্তত ২৯ ডলার। যাদের দিনে অন্তত এক প্যাকেট সিগারেট লাগে, এই বদঅভ্যাসের কারণে তাদের এক বছরে ১০ হাজার ডলার খরচ হবে। শুধু তাই নয়, এক প্যাকেট খোলা তামাকের দাম আর সিগারেটের দাম থাকবে প্রায় সমান। -সিডনি মর্নিং হেরাল্ড
×