ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাকিল আহমেদ মিরাজ;###;বাংলাদেশ-ভারত সিরিজ

‘বাংলাদেশের কাছে আমরা কৃতজ্ঞ’

প্রকাশিত: ১২:০৫, ২৯ জানুয়ারি ২০২০

‘বাংলাদেশের কাছে আমরা কৃতজ্ঞ’

কৃতজ্ঞ তাদের হওয়ারই কথা। জিম্বাবুইয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে এনে যতটা এগিয়ে ছিল বাংলাদেশ না গেলে ঠিক ততটাই পিছিয়ে পড়ত পাকিস্তান। আনেক নাটকীয়তা, আলোচনা, আইসিসির মধ্যস্ততার পর তিন ধাপে পাকিস্তান সফর করছে টাইগাররা। দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রেসিডেন্ট এহসান মানি, প্রধান নির্বাহী ওয়াসিম খান, সাবেক অধিনায়ক ও গ্রেট ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদিসহ সবাই বাংলাদেশ তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, সাংবাদিক এমনকি অতিথি সমর্থকদের জন্যও ব্যাপক নিরাপত্তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পিসিবি। প্রথম ধাপে মাঠের ক্রিকেটে অবশ্য সময়টা মোটেও ভাল যায়নি বাংলাদেশের। লাহোরে তিন ম্যাচের টি২০ ২-০ ব্যবধানে হেরে এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে নিরাপত্তায় এতটুকো ছাড় দেয়নি স্থানীয় পাঞ্জাবের প্রাদেশিক প্রশাসন। গাদ্দাফি স্টেডিয়ামও এর চারপাশে ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর পাকিস্তান সফর করছে বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে দেশটির ক্রিকেট যখন কোণঠাসা তখন বিসিবির এই সিদ্ধান্তে যারপরনাই সন্তুষ্ট দেশটির সাবেক অধিনায়ক ও কোচ ইনজামাম উল হক, ‘বাংলাদেশ যে পাকিস্তানে সফর করছে, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত আমাদের। ক্রিকেট নিয়ে পাকিস্তানের জনগণের যে আবেগ, আশা করছি বাংলাদেশ এখানে খেলাটা খুব উপভোগ করবে।’ তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে তিন ভাগে সিরিজটি আয়োজনে রাজি হয়েছে, এই সিদ্ধান্তটা খুব একটা পছন্দ হয়নি ইনজামামের। তার মতে, একসঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ হলেই ভাল হতো। দেশটির সাবেক কিংবদন্তি ব্যাটসম্যানের ভাষায়, ‘আমার মনে হয় এভাবে ভেঙ্গে ভেঙ্গে খেলার চেয়ে পুরো সিরিজটি এক সফরে সীমাবদ্ধ থাকলেই বেশি ভাল হতো। তবে যেভাবেই হোক, বাংলাদেশের কাছে চিরকৃতজ্ঞ আমরা।’ আর সাবেক পাকিস্তান অধিনায়ক ও দেশটির শেষ স্বীকৃত তারকা শহীদ আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে এসেছে, এটা দারুণ ব্যাপার। এতদিন ধরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’ এর আগে দীর্ঘ সময় বাংলাদেশ পাকিস্তান সফরে যায়নি। তবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলতে পাকিস্তানি ক্রিকেটাররা এসেছেন বাংলাদেশে। সেই দিকটি স্মরণ করে আফ্রিদি আরও যোগ করেন, ‘পাকিস্তানী ক্রিকেটাররা নিয়মিত বাংলাদেশ যাচ্ছে, বিপিএলেও গেল। আমরা সেখানে অনেক ভালবাসা ও সম্মান পাই। বাংলাদেশের এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও উন্নতি ঘটবে।’ বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘উপমহাদেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা অনেক বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমন্ত্রণ গ্রহণ করায় কৃতজ্ঞতা জানাই। বিপিএলে আমি যেসব প্রতিভা দেখেছি, সে অনুযায়ী আগামী দিনগুলোতে বাংলাদেশের দুর্দান্ত একটি দল হতে যাচ্ছে।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এহসান মানি আগেই আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন, ‘আমি খুবই আনন্দিত। আমরা দারুণ একটা সমাধানে পৌঁছেছি। খেলার স্বার্থে যা দুই পক্ষকেই উপকৃত করবে। আমি আইসিসি চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাই নেতৃত্ব দিয়ে একটা সমাধান বের করে আনার জন্য।’ পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান এক বিবৃতিতে বলেছেন, যে সমাধান বেরিয়েছে, তাতে মূলত জয় হয়েছে দুই পক্ষেরই। ওয়াসিম বলেন, ‘দুই বোর্ডের জন্যই এটা উইন-উইন ফল। আমরা দারুণ উৎফুল্ল যে সব অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। এখন আমরা খেলা আয়োজন নিয়ে ভাবতে পারছি। বাংলাদেশ পাকিস্তানে তিনবার সফর করছে। আমরা তাদের স্বস্তি ও নিরাপত্তা ও ভালবাসা দেব। তিন ভাগে বিভক্ত এই সফরে তিনটি ভেন্যুতে ভক্ত সমর্থকরা তাদের প্রিয় তারকাদের নৈপুণ্য উপভোগ করবে।’ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানও পিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমার অবশ্যই আমাদের অবস্থান বুঝতে পারার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাতে হবে। আমরা খুশি যে পারস্পরিক সমঝোতায় একটা সমাধানে পৌঁছানো গেছে, এবং এটি আমাদের আইসিসির এফটিপির প্রতি দায়বদ্ধতার উদাহরণ।’ তবে লাহোরে টি-২০ সিরিজে মাঠে সময়টা মোটেই ভাল যায়নি বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে হার যথাক্রমে ৫ ও ৯ উইকেটে। বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হয়। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান। টাইগারদের এমন পারফর্মেন্স বিশ্লেষণ করতে গিয়ে গ্রেট ওয়াসিম আকরাম বলেন, ‘বাংলাদেশ দলের পারফর্মেন্স আমাকে হতাশ করেছে। প্রথম ম্যাচ নতুন উইকেটে সেট হতে সময় লাগলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের পরিকল্পনার অভাবে মাঠের পারফর্মেন্সে নজর কাড়তে পারেনি তারা। মাঠের ক্রিকেটে ভাল-খারাপ সময় যেতেই পারে। তবে ক্রিকেটারদের মাঝে জয়ের মানসিকতা থাকা জরুরী ছিল। যা বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে একদম চোখে না পড়ার মতো।’ কিংবদন্তি ওয়াসিম আকরাম টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পারফর্মেন্স নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ যে অভিজ্ঞ ক্রিকেটার, তার ৪ নম্বরে খেলা উচিত ছিল। কিন্তু সে ৬ নম্বরে ব্যাট করতে এসেছে। বোলিংয়েও কোন পরিকল্পনা ছিল না। অথচ এটা আগের দিনের (দ্বিতীয় ম্যাচ) চেয়ে ভাল পিচ ছিল। সত্যি বলতে এই সিরিজ জিততে পাকিস্তানকে কোন কষ্টই করতে হয়নি। যখন তারা এসেছিল ভেবেছিলাম প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এখন পর্যন্ত তারা কিছুই দেখাতে পারেনি। মনে হয়েছে তাদের খেলায় কোন প্যাশন ছিল না। জয়-পরাজয় থাকবেই কিন্তু তাদের খেলায় কোন প্রাণ ছিল না। বিশ্বকাপে তারা ভাল খেলেছে, তাদের ধারাবাহিক হতে হবে।’ সোমবার তৃতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে পিসিবি। এ ম্যাচ না হওয়ায় ম্যাচ সেরার পুরস্কার কেউ না পেলেও সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর আজমের হাতে সিরিজের ট্রফি তুলে দেয়া হয়। ট্রফির সঙ্গে বোনাস হিসেবে পাকিস্তান ক্রিকেট দলকে ৩ লাখ ৭৫ হাজার পাকিস্তানীরুপিও দেয়া হয়। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান। ম্যাচ সেরা নির্বাচিত হন শোয়েব মালিক। সে ম্যাচে শূন্যরানে আউট হন বাবর আজম। এরপর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা। বাবর আজম ৬৬ ও মোহাম্মদ হাফিজ ৬৭ রান করে দলের বড় জয় নিশ্চিত করে। ম্যাচ সেরা নির্বাচিত হন বাবর আজম। এক ম্যাচ ভাল খেলেই সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। এরপর প্রথম টেস্টের জন্য আবারও বাংলাদেশ যাবে পাকিস্তান, রাওয়ালপিন্ডিতে সে ম্যাচ হবে ৭-১১ ফেব্রুয়ারি। এরপর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হওয়ার কথা, ২২ মার্চ শেষ হবে সেটি। এরপর তৃতীয় দফা আবারও পাকিস্তান গিয়ে বাংলাদেশ খেলবে একটি টেস্ট ও একটি ওয়ানডে। ৩ এপ্রিল একমাত্র ওয়ানডের পর ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট করাচীতে। এফটিপিতে ২ টেস্টের সঙ্গে- যেগুলো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ৩ টি-২০ থাকলেও যুক্ত করা হয়েছে একটিমাত্র ওয়ানডে। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলা পর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।
×