ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীন থেকে যারা আসছেন তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০১:১০, ২৯ জানুয়ারি ২০২০

চীন থেকে যারা আসছেন তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে ॥ সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘চীন থেকে যারা আসছেন তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আর যারা এরই মধ্যে এসেছেন নিয়ম অনুযায়ী তাদেরকে ১৪ দিন কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। এতে আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বিঘ্নিত হবে না।’ আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। পদ্মা সেতুতে এক হাজারের মতো চীনা শ্রমিক বা কর্মী কাজ করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এদের মধ্যে ১৫০ জন শিফটিং ছুটিতে থাকেন। এতে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মা সেতু নির্মাণ কাজে কোনও অসুবিধার সৃষ্টি হবে না।’ বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের অনেক বিশেষজ্ঞ কাজ করছেন। করোনা ভাইরাসের কারণে অনেকেই আসছেন না। এতে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘এ মাসের ১৮ তারিখ থেকে চীন থেকে যারা এসেছেন তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে ৩৫ জন এসেছেন। নিয়ম অনুযায়ী তাদেরকে ১৪ দিন কর্মকাণ্ড থেকে বাইরে রাখা হচ্ছে। আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বিঘ্নিত হচ্ছে না। এর আগেও শিফটিং ছুটিতে যেতেন তারা। ১০০-১৫০ জন শিফিটিং ছুটিতে যেতেন। তাতে আমাদের পদ্মা সেতু নির্মাণ কাজে কোনও প্রকার সমস্যা হয়নি।’
×