ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুরুর আগেই ১৪ দিন পেছালো বিপিএল ফুটবল!

প্রকাশিত: ০৮:০২, ২৯ জানুয়ারি ২০২০

শুরুর আগেই ১৪ দিন পেছালো বিপিএল ফুটবল!

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার ফুটবল লীগের দ্বাদশ আসর মাঠে গড়াবার কথা ছিল কাল বৃহস্পতিবার থেকে। কিন্তু নানা কারণে তা যথাসময়ে শুরু হবে না, এটা ছিল পুরনো খবর। নতুন খবর হলো শুরুর আগেই লীগ পেছানো হয়েছে ১৪ দিন! বুধবার সভা করে এই সিদ্ধান্ত জানিয়েছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বোর্ড রুমে পেশাদার ফুটবল লীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এমপি। সালাম মুর্শেদী তার বক্তব্যে বলেন, কদিন আগেই বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শেষ হলো। এই আসর শুরুর আগেই আপনাদের জানিয়েছিলাম এই মাসের শেষদিকে আমরা প্রিমিয়ার লীগ ২০১৯-২০ শুরু করবো। যাহোক ইতোমধ্যেই আমরা লীগ শুরুর ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছি। ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচন, এই উপলক্ষ্যে দুদিন যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া এবারের এএফসি কাপে আবাহনী লিমিটেড অংশ নিচ্ছে এবং আগামী ৫ ও ১২ ফেব্রুয়ারি তাদের হোম এবং এ্যাওয়ে ম্যাচ খেলা আছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে, এই আসরে ক্লাব অনেকটা জাতীয় দলের মতোই দেশকে প্রতিনিধিত্ব করে। এই ব্যাপারটা মাথায় রেখে ক্লাবগুলো জানিয়েছে, আবাহনী যেন এই আসরে অংশ নিয়ে ভালো ফল করে দেশের গৌরব বৃদ্ধি করতে পারে এবং সেজন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারে, সেজন্য তারা চাচ্ছে প্রিমিয়ার লীগ যেন পিছিয়ে দেয়া হয়। বাফুফের পেশাদার লীগ কমিটি তাদের এই বক্তব্য আমলে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লীগ ৩০ জানুয়ারির পরিবর্তে পিছিয়ে দিয়ে কয়েকদিন পর আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। কোন্ ভেন্যুতে কোন্ ক্লাবের খেলা হবে, সেই সূচি আমরা পরে জানিয়ে দেব। সালাম আরও জানান, লীগের ভেন্যু মোট কয়টি হবে, সেটি আমরা ইতোমধ্যেই চূড়ান্ত করে ফেলেছি। গত লীগে ঢাকাসহ যে মোট ৬টি ভেন্যু ছিল, এবারও সেই ভেন্যুগুলোই থাকছে। তবে একটি ভেন্যু বাড়ানো হয়েছে। সেটি হচ্ছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। লীগে বিদেশী খেলোয়াড় খেলানো নিয়ে ক্লাবগুলোর আবদারের প্রেক্ষিতে বাফুফে এর আগে যে সিদ্ধান্ত নিয়েছিল, বুধবারের সভায় সেই সিদ্ধান্ত আবারও বদলে গেছে। বাফুফে নতুন নিয়ম বেঁধে দিয়েছে ম্যাচে পাঁচ বিদেশীকে একসাথে পুরো ৯০ মিনিট খেলানো যাবে না। অর্থাৎ চতুর্থজনকে নামিয়ে দিয়ে পঞ্চম জনকে বদলী হিসেবে খেলানো যাবে। তবে সেই পঞ্চম বা বদলী খেলোয়াড় হিসেবে স্থানীয় খেলোয়াড়কেও মাঠে নামানো যাবে। এছাড়া বাইলজ অনুযায়ী এশিয়ান কোটায় একজন বিদেশী খেলানোর নিয়ম বহাল থাকবে এবারও।
×