ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় শীতকালীন কপির বাম্পার ফলন

প্রকাশিত: ০৯:৩৪, ৩০ জানুয়ারি ২০২০

মাগুরায় শীতকালীন কপির বাম্পার ফলন

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরায় শীতকালীন সবজি ফুল ও পাতা কপির বাম্পার ফলন হয়েছে। দাম ভাল হওয়ায় কপি চাষ করে লাভবান হচ্ছে কৃষক। জেলার উৎপন্ন কফি মাগুরার চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় চালান হচ্ছে। জানা গেছে, জেলার বিভিন্ন গ্রামে কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে ফুল ও পাতা কফির চাষ করেছেন। জেলার চর শ্রীপুর, লক্ষ্মীকান্দর, হদয়পুর, বারাইপাড়া, নড়িহাটি, কালীনগর, রামনগর, হুদা শ্রীপুর, শ্রীকুণ্ঠি, প্রভৃতি গ্রামে শীতকালীন সবজি কফির চাষ হয়েছে। কফি চাষে খরচ কম এবং লাভ বেশি। বাজারে লোভনীয় সবজি ফুল ও পাতা কফির ব্যাপক চাহিদা থাকায় বিক্রি করতে কোন সমস্যা নেই। বর্তমানে প্রতি কেজি ফুল কফি পাইকারি ২২ টাকা থেকে ২৫ টাকা এবং খুচরা প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাতা কফি প্রতিকেজি পাইকারি ১২ টাকা থেকে ১৫ টাকা এবং খুচরা ২০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। জেলার উৎপন্ন কফি ঢাকাসহ বিভিন্ন জেলায় চালান দিয়ে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।
×