ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৯:৩৮, ৩০ জানুয়ারি ২০২০

পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে করে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুমিল্লা-সিলেট ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। শ্রমিকদের অভিযোগ মহাসড়কের পৈরতলা এলাকায় পুলিশ দিগন্ত পরিবহনের এক শ্রমিকের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে পুলিশ তাকে মারধর করে। মাদারীপুরে ইউপি সদস্য হত্যার প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ জানুয়ারি ॥ রাজৈর উপজেলার পাইকপাড়া ইউপি সদস্য আক্কাস খানকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, পাইকপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার নাহিদা আক্তার, নিহতের স্ত্রী রাশিদা বেগম, ইলিয়াস মুন্সী, নিহতের ভাই সাদের খান, নিহত আক্কাসের মেয়ে রিমা আক্তার প্রমুখ। বদরগঞ্জে বালু লুট ॥ ৯ ট্রাক্টর জব্দ সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর,২৯ জানুয়ারি ॥ বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু লুটের ঘটনায় পুলিশ বালুভর্তি নয়টি ট্রাক্টর জব্দসহ ছয় চালককে গ্রেফতার করেছে। বুধবার সকালের দিকে পুলিশ অভিযান চালিয়ে রানা মিয়া (১৮), ফরিদুল ইসলাম (২৪), হাসেম আলী (২০), রশিদুল হক (৬৫), আনিছুল হক (২৩) ও দুলাল মিয়াকে (২০) গ্রেফতার করে। এরা সবাই ট্রাক্টরের চালক। খবর পেয়ে আগেই পালিয়ে যায় বালু লুটের মূল হোতারা। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী, চিকলী ও মরা তিস্তা নদী থেকে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু লুট করে বিক্রি করছিল। স্থানীয় চেয়ারম্যানকে ম্যানেজ করে তারা বালু উত্তোলন করতে থাকে।
×