ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাকরিমেলা

প্রকাশিত: ০৯:৪০, ৩০ জানুয়ারি ২০২০

চাকরিমেলা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে দিনব্যাপী দক্ষ বেকার যুব নারী-পুরুষদের কর্মসংস্থানের জন্য চাকরিমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থায় জেলার ৪ শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুব নারী ও পুরুষের আবেদন গ্রহণ করে যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। বুধবার সকালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এ সময় বক্তব্য রাখেন, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ডেপুটি সহকারী পরিচালক নাজমা আক্তার, কুড়িগ্রাম সরকারী কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আইনুল হক, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক কে এম আব্দুল মতিন প্রমুখ। সহিংসতা প্রতিরোধে সমাবেশ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে চারঘাটে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলার চারঘাট উপজেলার সালেহা শাহ্ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসিডির ডিরেক্টর (প্রোগ্রাম) শারমিন সুবরীনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, নগরীর কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, সমাজসেবা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মখলেছুর রহমান প্রমুখ।
×