ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

প্রকাশিত: ০৯:৪১, ৩০ জানুয়ারি ২০২০

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ যুব উন্নয়ন অধিদফতরে কর্মভাতায় চাকরি করা ১ হাজার ২২২ কর্মকর্তা-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে এই মানববন্ধনের আয়োজন করে কর্মভাতায় চাকরি করা কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য ট্রেডের প্রশিক্ষক সোহরাব হোসেন, ইলেক্ট্রিকাল ট্রেডের প্রশিক্ষক আবু সায়েম বসুনিয়া, ইলেক্ট্রনিক্স ট্রেডের সহকারী প্রশিক্ষক আমিনুল ইসলাম ও রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের সহকারী প্রশিক্ষক সেলিম রেজা। তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী। এ সময় বক্তারা জানান, যুব উন্নয়ন অধিদফতরের অধীনে পাঁচটি প্রকল্পের বেসিক কম্পিউটার, ইলেক্ট্রিকাল এ্যান্ড হাউস ওয়ারিং, ইলেক্ট্রনিক্স, রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশন, গবাদি পশুপালন, হাঁস-মুরগি, মৎস্য চাষ, কৃষি এবং প্রাথমিক চিকিৎসাসহ সাতটি ট্রেডে সারাদেশে ১ হাজার ২২২ কর্মকর্তা-কর্মচারী প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর শুধু সামান্য কর্মভাতায় কাজ করে আসছেন। ২০১৯-২০ অর্থবছরে এসে তাও অনিয়মিত হয়ে গেছে। বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুললেও তাদের জীবন কাটছে এখন টানাপোড়েন ও অর্থকষ্টে। তাই তারা মুজিববর্ষে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন। শরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর নিজেস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ জানুয়ারি ॥ মহানবী, মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের জেরে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় টাঙ্গাইলে গ্রেফতারকৃত বয়াতি শরিয়ত সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী তার জামনি নামঞ্জুর করনে। আসামি শরিয়ত সরকারের পক্ষে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন এ্যাডভোকেট আনিছুর রহমান হুমায়ুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এস আকবর খান জামিনের বিরোধিতা করেন। এ সময় বাদীপক্ষের কয়েক আইনজীবী উপস্থিত ছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।
×