ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর ঠিকানা মিলল গৃহবধূর

প্রকাশিত: ০৯:৪১, ৩০ জানুয়ারি ২০২০

সংবাদ প্রকাশের পর ঠিকানা মিলল গৃহবধূর

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৯ জানুয়ারি ॥ শেষ পর্যন্ত জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর লালমনিরহাট হাসপাতালে চার মাস ধরে ভর্তি থাকা সেই অন্তঃসত্ত্বা নারীর খোঁজে স্বামী ও দুই বছরের শিশু সন্তান হাসপাতালে ছুটে এসেছেন। নারীটির নাম রমিতা বেগম (২৪)। বগুড়ার শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি গ্রামের সুরুজ আলী বাদশার স্ত্রী। তার রতন মিয়া নামের দুই বছর বয়সের শিশু সন্তান রয়েছে। স্বামী ও শিশু সন্তানকে কাছে পেয়ে মানসিক বিপর্যস্ত রমিতা বেগম দারুণ খুশি। বুধবার তাকে হাসপাতাল হতে ছাড়পত্র দিয়েছে। পরে থানা পুলিশ ও সমাজসেবা দফতরের কিছু আনুষ্ঠানিকতা শেষ করতে হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে বুধবার দুপুরের পর টাঙ্গাইলে স্বামী ও সন্তানদের সঙ্গে ফিরে যান। সুরুজ আলী বাদশা জানান, তার স্ত্রী রমিতা বেগম। বগুড়া জেলার ধনুট উপজেলার সুরক গ্রামের মৃত অফের প্রামাণিকের মেয়ে। কিছুটা মানসিক সমস্যা রয়েছে। ৫/৬ মাস আগে বাসে করে টাঙ্গাইল থেকে শেরপুর যাওয়ার সময় ভুলে লালমনিরহাট চলে আসেন। বাউফলে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ২৯ জানুয়ারি ॥ শাহরিয়া সুজন নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে। তাকে আহত অবস্থায় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে বগা ইউনিয়নের কৌখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বগা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়া সুজনের বাবা আয়ান আলী হাওলাদারের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের আকবর হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল সাড়ে ৮টার সময় যুবলীগ নেতা শাহরিয়া সুজন কৌখালী সরকারী প্রাইমারী স্কুলের সামনে গেলে আকবর হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদার, নিজাম হাওলাদার, পারভেজ, হুমায়ন ও ইমরানসহ ৫/৬ যুবক তাকে লোহার পাইপ দিয়ে এলাপাতাড়িভাবে পেটায়। হামলায় যুবলীগ নেতা শাহরিয়া সুজনের বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
×