ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবিতে ছাত্র রাজনীতির নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না

প্রকাশিত: ০৯:৪২, ৩০ জানুয়ারি ২০২০

চবিতে ছাত্র রাজনীতির নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, ক্যাম্পাসে রাজনীতির নামে কোন ধরনের অরাজকতা সহ্য করা হবে না। ইতোমধ্যেই আবাসিক হলগুলোতে নোটিস দিয়ে জানিয়ে দেয়া হয়েছে যে, এখানে কোন অছাত্র এবং বহিরাগত থাকতে দেয়া হবে না। এরাই বিশ্ববিদ্যালয়ের সকল বিশৃঙ্খলার মূলে। বুধবার বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীল পরিবেশের প্রেক্ষিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপাচার্য। চবি উপাচার্য বলেন, আমরা শাটল ট্রেনকে ঘিরে বগিভিত্তিক রাজনীতির বিরুদ্ধে। ইতোমধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতৃবৃন্দ বগিভিত্তিক রাজনীতির ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, হলগুলোতে মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য বৈধ শিক্ষার্থীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনেরও কাজ চলছে। আমরা ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাই না। এ কারণে আমরা ছাত্রসংগঠগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। তবে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা কঠোর হতে বাধ্য হবো। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মনিরুল হাসান, রেজিস্ট্রার কে এম নূর আহমদ এবং অন্য সহকারী প্রক্টরবৃন্দ।
×