ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সনদ বিতরণ

প্রকাশিত: ০৯:৪৩, ৩০ জানুয়ারি ২০২০

শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ে বুধবার সিইডিপির দশম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান গাজীপুর মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সকল কলেজের শিক্ষকদের নিয়ে শিগগিরই বিশেষ আইসিটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হবে। পাশাপাশি সকল কলেজকে আইসিটি কানেকটিভিটির আওতায় নিয়ে আসা হবে। এই উদ্যোগ শিক্ষার গুণগত মান নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখবে। দেশের সার্বিক শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষা খাত ঢেলে সাজাতে হবে। গবেষণার সুযোগ সৃষ্টি করতে হবে। প্রায়োগিক অর্থেই এই খাতে বিশেষ এ্যাটেনশন দিতে হবে। কারণ উন্নয়ন এবং পরিবর্তন অবশ্যই সম্ভব তবে সেটা মনেপ্রাণে চাইতে হবে। বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস আমিনুল ইসলাম প্রমুখ। অপহৃত পরীক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৯ জানুয়ারি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থী এনি আক্তারের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকাবাসী বুধবার দুপুরে লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন করেছে। অপহৃত শিক্ষার্থীর সন্ধান দাবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেণীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও এলাকার বাসিন্দা আহসান দুয়ারী। উল্লেখ্য, অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা বাদী হয়ে ২৪ জানুয়ারি কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা করেন। নয় দিন আগে এ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে। ফরিদপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৮ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯জানুয়ারি ॥ দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা এবং বুধবার সকাল ৮টার দিকে দুই দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ^রদীতে। জানা গেছে, ওই গ্রামের বর্তমান ইউপি সদস্য ওয়াদুদ মাতুব্বরের সঙ্গে সাবেক ইউপি সদস্য মাসুদ মাতুব্বরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মাঝে মাঝে উভয় গ্রুপের মধ্যে হামলা, পাল্টাহামলা, সংঘর্ষ ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
×