ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতের জেরে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক বন্ধ

প্রকাশিত: ০৯:৪৩, ৩০ জানুয়ারি ২০২০

ভ্রাম্যমাণ আদালতের জেরে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক বন্ধ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ল্যাবে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের জেরে স্থানীয় সবকটি হাসপাতাল ও ক্লিনিক ল্যাবে বুধবার সকাল থেকে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। কোন ধরনের আগাম ঘোষণা ছাড়াই হাসপাতাল ও ক্লিনিক ল্যাবের প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে সেবা বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগের কবলে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা। নানা অব্যবস্থাপনার অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গত সোম ও মঙ্গলবার এই দু’দিনে নগরীর আটটি হাসপাতালকে জরিমানা করে। এর পর থেকে বুধবার সকালে সব হাসপাতাল একযোগে বন্ধ করে দেয়া হয়। ময়মনসিংহ ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ হরিশঙ্কর দাস জানান, এটি সমিতির কোন সিদ্ধান্ত নয়। মালিকরা স্বতঃস্ফূর্তভাবেই তাদের সেবা বন্ধ রেখেছেন। অভিযোগ উঠেছে ক্লিনিক মালিকদের একটি মহল সমিতিকে ব্যবহার করে র‌্যাবের অভিযানকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছে। টঙ্গীতে সংবাদপত্র বিক্রয় কেন্দ্রে হামলা, ভাংচুর নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৯ জানুয়ারি ॥ টঙ্গীর স্টেশন রোডের ফারুক সংবাদপত্র এজেন্টের বিক্রয় কেন্দ্রের দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে পর পর ৫ বার দুর্বৃত্তরা এই দোকানে লুটপাট ও ভাংচুর করে বিপুল পরিমাণ ক্ষতি করেছে। দীর্ঘ ১২ বছর ধরে ফারুক আহমেদ এখানে পত্রিকা রেখে বিক্রি করে আসছেন। পত্রিকার এজেন্ট ফারুক আহমেদ জানান, দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় বক্সের মধ্যে প্রায় ৫ হাজার টাকা এবং সমমূল্যের পত্রিকা ছিল। এছাড়াও ৬ হাজার টাকা মূল্যের পত্রিকা বিক্রির জন্য আনা হয়েছিল। ১০/১২ জনের নামে তাদের নিজ নিজ হাউজ থেকে পত্রিকাও এসেছিল। সবই লুটপাট করা হয়েছে।
×