ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ

প্রকাশিত: ০৯:৪৪, ৩০ জানুয়ারি ২০২০

বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, ২৯ জানুয়ারি ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৈয়দ আবুল হোসেন একাডেমির চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বুধবার সকালে বিদ্যালয় চত্বরে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত সকল শিক্ষার্থীর মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোঃ বেলাল সরদার, সাবেক কাউন্সেলর মোঃ ইউনুস আহম্মেদ, প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, ব্যবসায়ী মোঃ শহিদ খান, শিক্ষক মোঃ জামাল হোসেন, সমতল গাইন, তাপস কুমার, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ জাহিদ প্রমুখ। বাউবি শিক্ষক সমিতির নির্বাচন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষক সমিতির ২০২০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেল বাউবি শিক্ষক সমিতির সকল পদে নির্বাচিত হয়েছে। সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডাঃ সরকার মোঃ নোমান জয়লাভ করেন। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে আরিফা রহমান রুমা, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, যুগ্ম-সম্পাদক আ ন ম তোফায়েল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মশিউর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে অধ্যাপক সুফিয়া বেগম, অধ্যাপক ড. মোঃ ফরিদ হোসেন, অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, ড. মোঃ তৌহিদুল ইসলাম, উমাশ্রী ধর, মোঃ তরিকুল ইসলাম, ড. মোঃ আনোয়ারুল হক, মোঃ শেখ ফরিদ, নূর মোহাম্মদ।
×