ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আর নেই

প্রকাশিত: ০৯:৪৮, ২৯ জানুয়ারি ২০২০

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আর নেই

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ দেশের প্রখ্যাত আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব, আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (৭৫) বুধবার বিকেলে ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি ছিলেন। দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হয় দেশের কোটি তৌহিদী জনতা। দেশে-বিদেশে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও ভক্ত। তাঁর মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জসহ দেশের আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর কিশোরগঞ্জে তাঁর নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
×