ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেকসই উন্নয়ন ফি

প্রকাশিত: ০৯:১৭, ৭ ফেব্রুয়ারি ২০২০

টেকসই উন্নয়ন ফি

ভারত, বাংলাদেশ এবং মালদ্বীপ থেকে আগত দর্শনার্থীদের জুলাই থেকে টেকসই উন্নয়ন ফি বাবদ দৈনিক ১২শ’ গুলট্রাম বা সাড়ে ১৬ ডলার দিতে হবে, সোমবার ভুটানের পার্লামেন্টে এমন একটি আইন পাস হয়েছে। ২০১৮ সালে ভুটানে এ দেশগুলো থেকে দুই লাখের অধিক পর্যটক যায় যা তার আগের বছরের চেয়ে ১০ শতাংশ বেশি। ভুটানের আশঙ্কা বেশি সংখ্যায় পর্যটক যাওয়ার ফলে দেশটির পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। -ওয়েবসাইট বর ও কনে ছাড়াই বর ও কনে বিয়ের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। করোনা ভাইরাসের জন্য বর ও কনে ছাড়াই বুধবার সিঙ্গাপুরে একটি বিয়ে আয়োজন করা হয়েছে। বর জোসেফ ইউ ও কনে ক্যাং টিং সম্প্রতি চীনে যান এবং ঠিক বিয়ের আগের দিন ফেরেন। চীনের নববর্ষ উপলক্ষে তারা সেখানে গিয়েছিলেন। তাই তাদের এদিন অতিথিদের থেকে দূরে থাকতে হয়েছে। ভিডিও কলের মাধ্যমে এই যুগল দূর থেকে শুভেচ্ছা জানান। -ওয়েবসাইট
×