ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫১ রান করে চা বিরতিতে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:০৮, ৯ ফেব্রুয়ারি ২০২০

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫১ রান করে চা বিরতিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন বাংলাদেশের দুই ওপেনারই। দ্বিতীয় ইনিংসে অবশ্য সাইফ হাসান ১৬ রানে করে আউট হলেও অপর ওপেনার তামিম এখন ব্যাটিং করছেন ৩২ রান নিয়ে। শুরুটা ভালো হলেও দলীয় ৩৯ রানে ফিরে গেছেন ওপেনার সাইফ হাসান। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। তারা এখনও পিছিয়ে ১৬১ রানে। তার আগে প্রথম ইনিংসে ২১২ রানের লিড পেয়েছে পাকিস্তান। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে তৃতীয় দিন খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি পাকিস্তানের প্রতিরোধ। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের শুরুতেই তারা প্রথম ইনিংসে অলআউট ৪৪৫ রানে। ২১২ রানে পিছিয়ে বাংলাদেশ শুরুটা করে তামিম ইকবালের আগ্রাসী ব্যাটিংয়ে। অপরপ্রান্তে ধীর গতিতে খেলেছেন সাইফ। জুটিটা আরও ভালো অবস্থানে পৌঁছার আগেই তা ভেঙে দিয়েছেন নাসিম শাহ। ১৬ রানে ব্যাট করতে থাকা সাইফকে বোল্ড করেছেন নাসিম। তামিম অবশ্য ৩২ রানে ব্যাট করছেন। ৪৫ বলের ইনিংসে ছিল ৬টি চার।
×