ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমল

প্রকাশিত: ০৭:১২, ১০ ফেব্রুয়ারি ২০২০

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেনের পতন ঘটেছে। বেশিরভাগ কোম্পানির দর কমলেও বড় মূলধনী কিছু কোম্পানির দর বাড়ার কারণে সার্বিক সূচকের বড় কোন পতন ঘটেনি। অন্যদিকে ইসলামী শরীয়াহ সূচক দিনটিতে বেড়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমার দিনে মোট লেনদেনের ৫০ শতাংশই ছিল তিন খাতের কোম্পানির দখলে। এই তিন খাত হলো - ওষুধ ও রসায়ন, প্রকৌশল এবং বস্ত্র খাত। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর শেয়ার। দিনভর এ খাতের কোম্পানিগুলোর ৫৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৯০ শতাংশ। বিকন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের শেয়ারটি দিনভর লেনদেনে প্রাধান্য বিস্তার করেছে। তবে লেনদেনে বড় ভূমিকা রাখলেও এ দিন ওষুধ ও রসায়ন খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। এ খাতের ১৭টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১২টির। আর তিনটির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা প্রকৌশল খাতের প্রতিষ্ঠানগুলোর ৫৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক শূন্য ৭ শতাংশ। লেনদেনের পাশাপাশি দাম বাড়ার তালিকাতেও দাপট দেখিয়েছে এ খাত। লেনদেনে অংশ নেয়া ২০টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ১৬টির। লেনদেনে বড় ভূমিকা রাখা বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৯৮ শতাংশ। এ দিকে লেনদেনে অংশ নেয়া এ খাতের ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ২৬টির। এছাড়া অন্য খাতগুলোর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির ২২ কোটি ৫২ লাখ, সিমেন্টের ২২ কোটি ৩৭ লাখ, বিমার ২১ কোটি ৭ লাখ, ব্যাংকের ১৭ কোটি ৫৬ লাখ, খাদ্যের ১৪ কোটি ৫৮ লাখ, বিবিধের ১৪ কোটি ৫০ লাখ, তথ্য প্রযুক্তির ১৩ কোটি ৩১ লাখ, টেলিযোগাযোগের ৮ কোটি ৯১ লাখ, আর্থিকের ৫ কোটি ৮১ লাখ, সিরামিকের ৫ কোটি ৪১ লাখ, মিউচুয়াল ফান্ডের ৫ কোটি ৩৬ লাখ, চামড়ার ৫ কোটি ২৫ লাখ, পাটের ৫ কোটি, সেবা ও আবাসনের ২ কোটি ৬৪ লাখ, কাগজ ও মুদ্রণের ১ কোটি ৪২ লাখ এবং ভ্রমণের ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে দিনটিতে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ টাকা বা ৯.৯৪ শতাংশ। দিনটিতে কোম্পানিটি সর্বশেষ ৫৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৮৮৫ বারে ২৮ লাখ ১৬ হাজার ৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ২২ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৫.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৭৪০ বারে ৪৩ লাখ ৭৯ হাজার ৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৯৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ওয়াইম্যাক্স, গ্লোডেন হার্ভেস্ট অ্যাগ্রো, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।
×