ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওয়ার্নার হলেন বর্ষসেরা ক্রিকেটার

প্রকাশিত: ০৫:১২, ১১ ফেব্রুয়ারি ২০২০

ওয়ার্নার হলেন বর্ষসেরা ক্রিকেটার

অনলাইন ডেস্ক ॥ বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা ডেভিড ওয়ার্নারকে মোটেও টলাতে পারেনি। নিষেধাজ্ঞা থেকে ফিরে একের পর এক পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন তারকা এই ব্যাটসম্যান। নারী বর্ষসেরা পুরস্কার বেলিন্ডা ক্লার্ক ঘরে তুলেছেন পেরি। এ দু’জনই আবার তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতেছেন। অ্যালিসা হিলি নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। যেখানে গত এক বছর চমক দেখিয়ে মার্নাস লাবুশানে টেস্ট বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। খেলোয়াড়, আম্পায়ার ও সকল আন্তর্জাতি ক্রিকেটের সংবাদকর্মীদের ভোটে এই পুরস্কার দেওয়া হয়। মজার ব্যাপার ওয়ার্নার ও পেরি প্রথমবার বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন ২০১৬ সালে। বাঁহাতি ওয়ার্নার ও পেরি যথাক্রমে পরবর্তীতে ২০১৭ ও ২০১৮ সালে জিতেছিলেন। ২০১৯ সালে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ওয়ার্নার আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন। ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের রোহিত শর্মা থেকে এক রান কম করে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৬৪৭) হয়েছিলেন। সেই আসে বাংলাদেশের বিপক্ষে তিনি রেকর্ড ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস (১৬৬) খেলেছিলেন। এছাড়া অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ৩৩৫ রান করেছিলেন। ওয়ার্নার এছাড়াও পুরুষদের টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। তবে তারই ওপেনিং সতীর্থ অ্যারন ফিঞ্চ জিতেছেন ওয়ানডে বর্ষসেরা পুরস্কার। নিচে ২০২০ সালের পুরস্কারের তালিকা দেওয়া হলো: # অ্যালান বোর্ডার মেডেল: ডেভিড ওয়ার্নার # বেলিন্ডা ক্লার্ক পুরস্কার: এলিস পেরি # পুরুষ ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার: অ্যারন ফিঞ্চ # নারী ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার: অ্যালিসা হিলি # হল অব ফেম ইনডাকশন: শ্যারন ট্রেড্রেয়া # বেটি উইলসন উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার: টায়লা ভ্লাইমিন্ক # ব্র্যাডম্যান উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার: ওয়েস অ্যাগার # বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার: মার্নাস লাবুশানে # বর্ষসেরা নারী ঘরোয়া ক্রিকেটার: মলি স্ট্রানো # পুরুষ ঘরোয়া বর্ষসেরা ক্রিকেটার: শন মার্শ # হল অব ফেম: ক্রেগ ম্যাকডার্মট # নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার: অ্যালিসা হিলি # পুরুষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটার: ডেভিড ওয়ার্নার
×