ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৬ মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে

প্রকাশিত: ২২:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

৬ মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে

অনলাইন ডেস্ক ॥ হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে ছয় মাসের জন্য ছিটকে গেছেন উসমান দেম্বেলে। ফিনল্যান্ডে মঙ্গলবার ফরাসি এই ফরোয়ার্ডের অস্ত্রোপচার করা হয়েছে বলে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছেন বার্সেলোনা। ঊরুর চোটে দীর্ঘ দিন বাইরে থাকার পর মাঠে ফেরার পথে ছিলেন দেম্বেলে। দলের সঙ্গে গত সপ্তাহে অনুশীলনেও ফিরেছিলেন তিনি; কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আবার ছিটকে গেলেন। ২০১৭ সালে লা লিগা চ্যাম্পিয়নদের দলে যোগ দেওয়ার পর থেকে দুই পায়েই অনেকবার চোট পেয়েছেন দেম্বেলে। বার্সেলোনার হয়ে মোট ৬৩টি ম্যাচ মিস করেছেন তিনি। চলতি মৌসুমে মাত্র তিনটি ম্যাচে পুরো সময় খেলতে পেরেছেন ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের এই উইঙ্গার। নতুন এই চোটের কারণে ২০২০ ইউরো খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে ২২ বছর বয়সী এই ফুটবলারের।
×