ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট

প্রকাশিত: ০৮:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২০

শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনা ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে চার দলের অংশগ্রহণে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট। ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে : বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ। উদ্বোধনী দিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেনাবাহিনী-বিমান বাহিনী দুপুর দেড়টায়। বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ উপলক্ষ্যে বুধবার বাহফের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডন, বাহফের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বাহফের নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, নির্বাহী সদস্য খাজা তাহের লতিফ মুন্না এবং শহিদুল্লা টিটু।
×