ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্ব শুরু ২৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৮:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্ব শুরু ২৬ ফেব্রুয়ারি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনায় ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির প্রাথমিক পর্বের ৯টি ভেন্যুর খেলা শেষ। প্রতিটি ভেন্যু থেকে সেরা ২টি দল নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি (প্রস্তাবিত) থেকে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা আয়োজিত হবে। ভেন্যুগুলো থেকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ দলগুলো হচ্ছে : চট্টগ্রামে-চ্যাম্পিয়ন: চট্টগ্রাম সিটি কর্পোরেশন মডেল হাই স্কুল, রানার্সআপ: বায়তুস শরফ জব্বারিয়া স্কুল, কক্সবাজার, কুমিল্লায়-চ্যাম্পিয়ন: রফিকউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, রানার্সআপ: কুমিল্লা হাই স্কুল; ফরিদপুরে-চ্যাম্পিয়ন: ফরিদপুর মুসলিম মিশন, রানার্সআপ: পুলিশ লাইন্স হাই স্কুল, ফরিদপুর; রংপুরে-চ্যাম্পিয়ন: শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, রংপুর, রানার্সআপ: কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, রংপুর; দিনাজপুরে-চ্যাম্পিয়ন: জুবলি হাই স্কুল, দিনাজপুর, রানার্সআপ: মিউনিসিপ্যাল হাই স্কুল, দিনাজপুর; রাজশাহীতে-চ্যাম্পিয়ন: শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল, রাজশাহী, রানার্সআপ: রিভারভিউ কালেক্টরেট স্কুল, রাজশাহী; ময়মনসিংহে-চ্যাম্পিয়ন: পুলিশ লাইন্স হাই স্কুল, ময়মনসিংহ, রানার্সআপ: আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকা, গোপালগঞ্জে-চ্যাম্পিয়ন: লোহাগড়া সরকারী পাইলট স্কুল, নড়াইল, রানার্সআপ: হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল, গোপালগঞ্জ; খুলনায়-চ্যাম্পিয়ন: নৌবাহিনী স্কুল, খুলনা, রানার্সআপ: এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা।
×