ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মশাল যাত্রা

প্রকাশিত: ০৯:০২, ১২ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মশাল যাত্রা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়ার উন্মাদনা ও তারুণ্যের উদ্দীপনায় বুধবার ধানমণ্ডির রাসেল স্কয়ার থেকে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০ সাথে আছে পোলার’-এর মশাল যাত্রা শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই মশাল যাত্রার উদ্বোধন করেন। জাতির পিতার আদর্শ ও চেতনায় জাতি গঠনে আগামীর তারুণ্যের প্রাণশক্তি ও উদ্দীপনাকে সমুন্নত রাখার প্রত্যয়ে ১ মার্চ (হাতিরঝিলে উদ্বোধন) থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্পেলবাউন্ড লিও বার্নেট-এর প্রস্তাবনার আলোকে দ্বিতীয়বারের মতো সারাদেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। মশাল যাত্রা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ সমাজকে সোনার মানুষ হয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে উদ্দীপ্ত করা, ক্রীড়া প্রতিভার সন্ধান ও বিকাশ, যোগ্য নেতৃত্ব তৈরি, ক্রীড়াক্ষেত্রে এসডিজি লক্ষ্য অর্জন, সর্বোপরি সচেতন ও সক্রিয় দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই হবে এই প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সহ-সভাপতি নাহিম রাজ্জাক এমপি, সাংগঠনিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, এই বছরের আয়োজনে ফুটবল, ক্রিকেট, সুইমিং, এ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে দ্বিতীয় আসরে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার আটশো শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ধানমন্ডি রাসেল স্কয়ারে এই মশাল যাত্রা শুরু হয়েছে যা সারাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয় পরিভ্রমণ করে সমাপনী দিনে ঢাকায় এসে শেষ হবে। মশাল যাত্রার ব্র্যান্ডেড গাড়ি এখন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করছে।
×