ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বসুন্ধরা কিংস-বারিধারা ম্যাচ দিয়ে প্রিমিয়ার লীগের পর্দা উঠছে

প্রকাশিত: ০৯:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২০

নীলফামারীতে বসুন্ধরা কিংস-বারিধারা ম্যাচ দিয়ে প্রিমিয়ার লীগের পর্দা উঠছে

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা জেতার চেয়ে তা ধরে রাখা কঠিন। আর সেই কঠিন চ্যালেঞ্জ নিয়েই কাল বৃহস্পতিবার মাঠে নামছে দেশীয় ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে। শুরুটা জয় দিয়ে করার পাশাপাশি গত লীগে জেতা শিরোপা এবারও ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামকে গতবারের মতো এবারও নিজেদের হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে কিংসরা। সেই মাঠেই কাল বিকেল সোয়া ৩টায় তারা মোকাবেলা করবে উত্তর বারিধারা ক্লাবকে। এছাড়া একইদিনে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের। একই সময়ে সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড খেলবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে। প্রিমিয়ার ফুটবল লীগ মাঠে গড়াবার কথা ছিল গত ৩০ জানুয়ারি থেকে। কিন্তু নানা কারণে তা যথাসময়ে শুরু কতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুরুর আগেই লীগ পিছিয়ে যায় ১৪ দিন! মূলত সিটি নির্বাচন ও এএফসি কাপে আবাহনীর দুটি ম্যাচ খেলার প্রেক্ষিতেই লীগ পিছিয়ে দেয়া হয়। গত লীগে ঢাকাসহ যে মোট ৬টি ভেন্যু ছিল, এবারও সেই ভেন্যুগুলোই থাকছে। তবে একটি ভেন্যু বাড়ানো হয়েছে। সেটি হচ্ছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। এছাড়া ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বাকি ক্লাবগুলো (আবাহনী লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, লেফটেন্যান্ট শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব)।
×