ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাবিতে আজ প্লাস্টিক বর্জ্যমুক্ত ভালবাসার ক্যাম্পাস

প্রকাশিত: ১১:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ঢাবিতে আজ প্লাস্টিক বর্জ্যমুক্ত ভালবাসার ক্যাম্পাস

প্লাস্টিক একবিংশ শতাব্দীতে পরিবেশ ও জলবায়ু বিপর্যয়ের অন্যতম বড় কারণ। বাংলাদেশ পৃথিবীর মধ্যে দশম প্লাস্টিক দূষণকারী দেশ। অনতিবিলম্বে প্লাস্টিক ব্যবহার বন্ধের কোন বিকল্প নেই। সেই লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদফতর, মন্ত্রণালয় এবং বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় নেচার কনজারভেশন ক্লাব, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরিবেশ অধিদফতর তারই ধারাবাহিকতায় প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী প্লাস্টিক বর্জ্যমুক্ত ভালবাসার ক্যাম্পাস-২০২০ কর্মসূচীর আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ শাহাব উদ্দিন, মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, ভাইস-চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়। -বিজ্ঞপ্তি
×