ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ বেতারের বিশ্ব বেতার দিবস উদ্যাপন

প্রকাশিত: ১১:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ বেতারের বিশ্ব বেতার দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনে ‘বিশ্ব বেতার দিবস ২০২০’ উদ্যাপন করা হয় বৃহস্পতিবার। রাজধানীর শের-ই বাংলা নগরে বাংলাদেশ বেতার সদর দফতর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। সকালে বেতার প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়। এরপর বেতার প্রাঙ্গণ মঞ্চে বিশ্ব বেতার দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান ও তথ্যসচিব কামরুন নাহার। সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী আহম্মদ কামরুজ্জামান। আলোচনায় অতিথিরা বলেন, বাংলাদেশ বেতার ১৯৩৯ সালে প্রতিষ্ঠার পর থেকে শক্তিশালী গণমাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। আমাদের মহান স্বাধীনতা ও মুক্তি সংগ্রামেও বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বেতারে প্রচার ছিল সাহসী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিপাগল দেশপ্রেমিক জনতাকে উজ্জীবিত করতে অপরিসীম ভূমিকা পালন করে। দুর্যোগ-দুর্বিপাকে বেতারের সতর্কতামূলক বার্তা সাধারণ মানুষকে সঠিক দিকনির্দেশনা দেয়। বাংলাদেশ বেতারে কৃষি, শিক্ষা, জনসংখ্যা ও স্বাস্থ্যবিষয়ক কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে কার্যকর অবদান রেখে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলায় বেতার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ জানিয়েছেন অতিথিরা। এর আগে বেলুন উড়িয়ে বিশ্ব বেতার দিবসের আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আলোচনাসভার পর দুপুরে ছিল শ্রোতাক্লাব সম্মেলন। সন্ধ্যায় ছিল বেতারের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
×