ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাবি জিয়া হলের প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১১:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ঢাবি জিয়া হলের প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিনভর বিক্ষোভ করেছে উক্ত হলের আবাসিক শিক্ষার্থীরা। হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিম্নমানের টি-শার্ট ও খাবার দেয়ার প্রতিবাদে হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করে তারা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পদত্যাগ দাবিতে হল প্রাধ্যক্ষের অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন হল সংসদ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ আবাসিক শিক্ষার্থীরা। জানা যায়, বৃৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে টি-শার্টের মান খারাপ হওয়ায় এবং দুপুরের খাবারে গরুর মাংস রাখার কথা বলে মুরগির মাংস প্রস্তুত করায় সকলে ক্রীড়া প্রতিযোগিতা বর্জন করে শিক্ষার্থীরা হলে ফিরে যায়। এসব অভিযোগের বিষয়ে হলের প্রাধ্যক্ষ জিয়া রহমান বলেন, হলের আবাসিক শিক্ষার্থীদের সাব-কমিটি করে সমস্ত আয়োজন করা হয়েছে। সবচেয়ে ভাল মানের খাবার দেয়া হয়েছে। এরপরেও যদি খাবার বা টি-শার্ট নিম্নমানের হয় তাহলে তারা আমাদের অবহিত করতে পারত।
×