ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ১২:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ফ্যাশন সংবাদ

দেশীয়া ফাল্গুন ও ভালবাসা দিবসকে সামনে রেখে দারুণ সাজে সেজেছে ফ্যাশন হাউস দেশীয়া ছোট-বড়, ছেলেমেয়ে সবার জন্য নান্দনিক ডিজাইনের সব পোশাকে ফুটে উঠেছে দেশীয় ঐতিহ্য। স্কিন প্রিন্ট, হ্যান্ড স্টিজ, ব্লক ইত্যাদি কাজের পোশাকগুলোতে রয়েছে ডিজাইন ও রঙের বৈচিত্র্য। আর ফেব্রুয়ারি মাসব্যাপী দেশীয়ার সকল ডিজাইনে থাকছে ১০% মূল্য ছাড়। এর বাইরে দেশীয়ায় রয়েছে একুশে ফেব্রুয়ারির বিশেষ সংগ্রহও। দেশীয়ার সব ক’টি শো রুমে এই পোশাকগুলো পাওয়া যাচ্ছে। দেশীয়ার বেইলি রোড ক্যাপিটাল সিরাজ ০১৬৭৮২২০৯৭, শাহবাগ আজিজ সুপার মার্কেট : ০১৬৭৮৬২২০৯৩, ধানমন্ডি মেট্রো শপিং মল : ০১৬৭৮৬২২০৯৫ ওমেন্স ওয়ার্ল্ড পুরো বছরের অপেক্ষা শেষে এলো ভালবাসা দিবস। পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস এবার একসঙ্গে। বিশেষ দিনটিতে নিজেকে সাজান উৎসবের রঙে আর মেতে উঠুন ভালবাসার উচ্ছ্বাসে। সৌন্দর্য সচেতন নারীরা সাশ্রয়ী মূল্যে ভালবাসা দিবসে ওমেন্স ওয়ার্ল্ডে পাবেন মেকওভার ও সৌন্দর্য সেবার প্যাকেজ। বিশেষ এই দিনটির প্রস্তুতি হিসেবে ফেসিয়াল, হেয়ার কাট, পেডিকিওর, মেনিকিওর, হোয়াইটিনিং সেবার জন্য রয়েছে আকষর্ণীয় সাশ্রয়ী প্যাকেজ। গ্রামীণ ইউনিক্লো বাজারে নতুনভাবে জাপানী মোটিফের ডিজাইনে পোশাক নিয়ে এলো দেশের স্বনামধন্য পোশাক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো। দেশীয় ঐতিহ্যের সঙ্গে জাপানী ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এসকল পোশাক গতানুগতিক প্রচলিত ধারার বাইরে এক নতুন মাত্রা সংযোজন করবে ভোক্তাদের ফ্যাশন সচেতনতায়। জাপান বরাবরই চমকপ্রদ এক ঐতিহ্যবাহী দেশ। ফ্যাশন এবং পোশাক জগতে এক অনন্য নামও বটে। জাপান তথা টোকিও এর বিভিন্ন ঐতিহ্যকে উপজীব্য করে ডিজাইন এবং তৈরি করা হয়েছে গ্রামীণ ইউনিক্লো’র নতুন এই কালেকশন। গতানুগতিক প্রচলিত ধারার বাইরে গিয়ে ভোক্তাদেরকে নতুন কিছু পরিবেশন করার প্রেরণায়ই গ্রামীণ ইউনিক্লোর এমন উদ্যোগ। নতুন এসকল পোশাকের মধ্য দিয়ে জাপানের বিভিন্ন ঐতিহ্য ও ধারাকে তুলে ধরা হয়েছে। ফড়িং আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি...। একুশকে কখনোই ভোলা সম্ভব না। কারণ এই একুশ আমাদের দিয়েছে শ্রেষ্ঠ সম্পদ মাতৃভাষা। আজ আমরা মাতৃভাষায় [বাংলা] তৃপ্তি নিয়ে কথা বলছি। এ জন্য প্রাণ দিতে হয়েছে অনেককে। তাদের প্রতি আমাদের হাজারো সালাম। মহান একুশকে সামনে রেখে ফ্যাশন হাউস ফড়িং একুশের বিভিন্ন চিত্র নিয়ে বেশকিছু পোশাকে ডিজাইন করেছে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, ফতুয়া, টিশার্ট ইত্যাদি পোশাকে রং ব্যবহার করা হয়েছে কালো, সাদা, ধূসর প্রভৃতি। এসব পোশাকে কাজ করা হয়েছে, এ্যাম্বয়ডারি, ¯েপ্রম, ব্লক, এপলিক, হাতের কাজ প্রভৃতি। দাম ও নির্ধারণ করা হয়েছে সব ধরনের ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে।
×