ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মধ্যরাতে দূর্ঘটনার কবলে ইবি শিক্ষার্থীবাহী বাস ॥ আহত ৪০

প্রকাশিত: ০০:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

মধ্যরাতে দূর্ঘটনার কবলে ইবি শিক্ষার্থীবাহী বাস ॥  আহত ৪০

ইবি সংবাদদাতা ॥ মধ্যরাতে দূর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবহনকারী একটি বাস। শুক্রবার রাত একটার দিকে ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা জানান, ১২ ফেব্রুয়ারী ফিল্ড ওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নওগাঁ যান। ফিল্ড ওয়ার্ক শেষে নওগাঁ থেকে সন্ধ্যার দিকে রাজ মোটরস নামে ভাড়ায় চালিত গাড়িতে করে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওয়ানা হন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত আনুমানিক দেড়টার দিকে বাসটি কুষ্টিয়ার বিত্তিপাড়া পার হয়। বাসটির চালক বিত্তিপাড়া থেকে কিছুদুরে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে যায়। বিপরীত দিক থেকে আরো যানবাহন আসতে দেখে চালক দ্রুত গতিতে দাড়িয়ে থাকা ট্রাকটিকে ওভারটেকিং করতে গেলে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। এসময় বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশে থাকা গাছের সাথে বেধে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। অপরদিকে বাসের ধাক্কায় দাড়িয়ে থাকা ট্রাকটিও পাশের খাদে পরে যায়। ঘটনার সাথে সাথেই পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে থেকে বাস ও ট্রাকচালকসহ ১২জনকে কুষ্টিয়া মেডিকেল ও প্রায় ২৮ জনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। বাসচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিকেল অফিসার ড. মো. পারভেজ হাসান জানান, ‘ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. ধনঞ্জয় কুমার ও মুর্শিদ আলমসহ প্রায় ২৮ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে কয়েকজন একটু বেশি ইনজুরড।
×