ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমার ভাইয়ের রক্তে রাঙানো...

প্রকাশিত: ১০:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২০

 আমার ভাইয়ের রক্তে রাঙানো...

ফিরোজ মান্না ॥ কবি সুফিয়া কামাল ‘এমন আশ্চর্য দিন’ কবিতায় লিখেছেন- ‘আশ্চর্য এমন দিন! মৃত্যুতে করে না কেহ শোক/ মৃত্যুরে করে না ভয়, শঙ্কাহীন কিসের আলোকে উদ্ভাসিত ক’রে তোলে ক্লান্ত দেহ, মুখ, পদক্ষেপ/সংকল্পের দ্যুতি তরে দৃঢ়তার প্রচার প্রলেপ করেছে ভাস্বর’। রক্তে রঞ্জিত মায়ের ভাষায় রচিত হয়েছে এমন অনেক গল্প কবিতা। বিশ্ব ইতিহাসে ভাষা নিয়ে লড়াই এটাই প্রথম। সেই লড়াইয়ে বীর বাঙালী রক্ত দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছে। বায়ান্ন সালের ১৩ ফেব্রুয়ারি ‘পাকিস্তান অবজারভার‘ পত্রিকা মাতৃভাষা বাংলাকে সমর্থন করে একটি সম্পাদকীয় ছাপে। সেই দিনই পত্রিকাটির সম্পাদক আব্দুস সালাম ও প্রকাশক হামিদুল হক চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মতিন বলেছিলেন, ভোটাভুটি শেষে আবুল হাশিম সিদ্ধান্ত ঘোষণা করার আগে আব্দুল মতিন তার দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, যেহেতু ১৪৪ ধারা ভঙ্গ করা, না করার বিষয়টি পরের দিন ২১ ফেব্রুয়ারি ঘটবে আর সেদিন সকালে আমতলায় ছাত্র সমাবেশ হবে। সেহেতু সিদ্ধান্ত হয় সমাবেশ মুলতবি রাখাই সমীচীন হবে। ভাষা সৈনিক গাজীউল হক ১৪৪ ধারা ভাঙ্গার বিষয়ে ছাত্ররা যখন অনড়, তখন অধ্যাপক আবুল কাসেম ১৪৪ ধারা ভাঙ্গার পক্ষে ছাত্রদের মত সমর্থন করেন। রাতেই ঢাবির বিভিন্ন হলে পৃথক সিদ্ধান্ত নেয়া হয়। ’৪৭ সালে পাকিস্তান গঠনের পর পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদরাই পাকিস্তান সরকারে প্রাধান্য পায়। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তান সরকার ঠিক করে উর্দু ভাষাকে সমগ্র পাকিস্তানের জাতীয় ভাষা করা হবে। যদিও পূর্ব পাকিস্তানে উর্দু ভাষার চল ছিল খুবই কম। পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষ (যারা সংখ্যার বিচারে সমগ্র পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ ছিলেন) এ সিদ্ধান্তকে মোটেও মেনে নিতে চায়নি। পূর্ব পাকিস্তানে বাংলাভাষার সমমর্যাদার দাবিতে শুরু হয় আন্দোলন। ‘৫২ সালের ফেব্রুয়ারিতে পূর্ব পাকিস্তানের গবর্নর খাজা নাজিমুদ্দীন বলেন, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত মেনে নেয়া হবে। এ ঘোষণার পর মাতৃভাষা আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে। পুলিশ ১৪৪ ধারা জারি করে মিটিং মিছিল ইত্যাদি বেআইনী ঘোষণা করে। কিন্তু শাসক গোষ্ঠীর কোন কিছুই সেদিন বাংলার ছাত্রজনতা মানেনি। মায়ের ভাষা রক্ষার দাবিতে তারা রাস্তায় নেমে পড়েন। বশির আলহেলালের ‘ভাষা আন্দোলনের ইতিহাস’ গ্রন্থে উল্লিখিত ঘটনার বিবরণ রয়েছে। বদরুদ্দীন উমরের ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ (তৃতীয় লেখা হয়েছে) গ্রন্থে, পাকিস্তান শাসক শ্রেণী’ ভাষা নিপীড়ন ও বাংলাদেশের জনগণের সংস্কৃতি দমন নীতি আর উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার নীতির প্রেক্ষিতে বাংলাদেশের মধ্যযুগীয় মুসলমান শাসকের উদার নীতির কথা উল্লেখ করে বলা হয়, ‘শাসকদের এ ঐতিহ্যে থেকে শিক্ষণীয় কিছু ছিল। হুসেন শাহ, পরগান খাঁ, ছুটি খাঁ ও অন্যান্য বহু খান জানান, পাঠান নৃপতিরা তা হৃদয়ঙ্গম করেছিলেন যে রাজত্ব স্থায়ী করতে হলে দেশের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। ’৫০ সালে ৭ ডিসেম্বর মাওলানা আকরম খাঁর নেতৃত্বে গঠিত ১৬ সদস্যের ইস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কমিটি আরবী হরফে বাংলা লেখার প্রস্তাবকে বাস্তবতাবিবর্জিত ও উদ্ভট হিসেবে আখ্যায়িত করে চূড়ান্ত রিপোর্ট প্রদান করে। এই কমিটির রিপোর্টে পূর্ব পাকিস্তানের অফিস আদালত ও শিক্ষাক্ষেত্রে সর্বতভাবে বাংলা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছিল। এ বছরের ১০ ডিসেম্বর মওলানা ভাসানী জেল থেকে মুক্তি লাভ করেন। মুক্তির পর পরই ভাসানী বিপিসি রিপোর্ট (যাতে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব ছিল) প্রত্যাখ্যান করে গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন এ গৃহীত প্রস্তাবগুলো অবিলম্বে মেনে নেয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বশির আলহেলালের ‘ভাষা আন্দোলনের ইতিহাস’ গোলাম কুদ্দুছের ‘ভাষার লড়াই ও রাষ্ট্রভাষা আন্দোলন’ গ্রন্থ সূত্র থেকে জানা গেছে, একান্নর ফেব্রুয়ারিতে পূর্ব পাকিস্তান যুবলীগের জন্ম। এই যুবলীগই বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার পাশাপাশি পাকিস্তান সরকারের চাপিয়ে দেয়া মুসলমান সংস্কৃতির বদলে পূর্ব বাংলার অধিবাসীদের নিজস্ব সংস্কৃতি যেমন, পহেলা বৈশাখ, নবান্ন ইত্যাদি চর্চার বিষয়ে উচ্চকণ্ঠ ছিল। যুবলীগ মূলত পাকিস্তানের প্ল্যান-ইসলামিক মতবাদ থেকে বেরিয়ে এসে পূর্ব-বাংলার নিজস্ব সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একটি কণ্ঠস্বর হিসেবে নিজেদের অল্পদিনের মধ্যে পরিচিতি লাভ করল। ‘৫১ সালের ১১ মার্চ দ্য ঢাকা ইউনিভার্সিটি স্টেট ল্যাঙ্গুয়েজ থেকে মুভমেন্ট কমিটি পূর্ব বাংলার সব পত্রপত্রিকায় ও গণপরিষদের সদস্যদের মাঝে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে একটি স্মারকলিপি পাঠায়। ২৭ মার্চ পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠী পুনরায় গণপরিষদে আরবী হরফে বাংলা লেখার প্রস্তাবটি পেশ করে। মওলানা আকরম খানের নেতৃত্বে গঠিত ১৬ সদস্যবিশিষ্ট ইস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি আরবী হরফে বাংলা লেখার প্রস্তাবকে বাস্তবতাবিবর্জিত ও উদ্ভট আখ্যায়িত করে প্রত্যাখ্যান করলেও সেই রিপোর্টকে সাধারণ জনগণের সামনে প্রকাশ করেনি পাকিস্তান সরকার। ততদিনে ক্ষমতাসীন মুসলিম লীগের এদেশীয় সদস্যদের মধ্যেও অনেকে বাংলার পক্ষে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছেন। এদের অন্যতম হাবিবুল্লাহ বাহার এ্যাসেম্বলিতে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। হাবিবুল্লাহ বাহারের সঙ্গে ধীরেন্দ্রনাথ দত্ত প্রস্তাবকে পূর্ব বাংলার জনগণকে শিক্ষা ক্ষেত্রে পঙ্গু করার জন্য একটি দূরভিসন্ধি হিসেবে অভিহিত করে প্রস্তাব বাতিলের দাবি জানান। পূর্ব বাংলার সংসদ সদস্যদের একাংশের তীব্র বিরোধিতার মুখে প্রস্তাবটি প্রত্যাহারে বাধ্য হয় পাকিস্তান সরকার। ’৫১ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভাষা আন্দোলনের নেতৃত্বে ছিল আব্দুল মতিনের নেতৃত্বাধীন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই সেপ্টেম্বর অক্টোবরে পৃথক সমাবেশ থেকে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে যাচ্ছিল। এসব সমাবেশে কাজী গোলাম মাহবুব, অলি আহাদ, গাজীউল হক প্রমুখ সক্রিয় ভূমিকা পালন করেন। ’৫২ সালের ২৬ জানুয়ারি দ্য বেসিস প্রিন্সিপ্যালস কমিটি অব দ্য কনস্টিটিওয়েন্ট এসেম্বলি আর পাকিস্তান পুনরায় উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে এ্যাসেম্বলিতে চূড়ান্ত নির্দেশনা প্রদান করে। ‘৫২ সালের ২৭ জানুয়ারি ঢাকা সফররত পাকিস্তানের তৎকালীন গবর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানের সমাবেশে ঘোষণা করেন উর্দু এবং কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সঙ্গে সঙ্গে সমাবেশ স্থলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেøাগান উঠে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। এই বক্তব্য সমগ্র পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পর দিন ২৮ জানুয়ারি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সমাবেশ থেকে নাজিমুদ্দীনের বক্তব্য প্রত্যাখ্যান করা ছাড়াও পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে পশ্চিম পাকিস্তানের ‘হাতের পুতুল’ হিসেবে অভিহিত করা হয়। ৩০ জানুয়ারি খাজা নাজিমুদ্দীনের বক্তব্য ভাষা আন্দোলনকে নতুন মাত্রা দান করে। ঢাবির রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদিন সর্বাত্মক ধর্মঘট পালিত হয়। এদিনই মওলানা ভাসানীর সভাপতিত্বে আওয়ামী মুসলিম লীগের একটি সভা সভায় ভাসানীর নেতৃত্বে ভাষা আন্দোলনে ছাত্রদের পাশাপাশি আওয়ামী মুসলিম লীগের সরাসরি ও সক্রিয় অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ৩১ জানুয়ারি মওলানা ভাসানীর সভাপতিত্বে পূর্ব পাকিস্তানের সব রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের একটি সম্মেলন থেকে কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২১ ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তানে সাধারণ ধর্মঘট আহ্বান করে। ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি ছাত্রদের ডাকে ঢাকা শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয়। ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে তখনকার দিনে একটি বিশাল মিছিল নিয়ে রাজপথ প্রদক্ষিণ করে। ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ২১ ফেব্রুয়ারি ডাকা সাধারণ ধর্মঘটের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে সভাসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। ২০ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের ১৪৪ ধারা জারির প্রেক্ষিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্যোগে আবুল হাশিমের সভাপতিত্বে একটি সভায় উপস্থিত সদস্যরা ১৪৪ ধারা ভাঙ্গার বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়। সভার একটি বড় অংশ ১৪৪ ধারা ভাঙ্গার ব্যাপারে মত দিলেও অনেকেই এতে সহিংসতার আশঙ্কায় বিপক্ষে মত দেন।
×