ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

 ভাসানচরে রোহিঙ্গা  আশ্রয়ণ প্রকল্প  পরিদর্শনে  পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৪ ফেব্রুয়ারি ॥ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শুক্রবার সকাল ১০টার দিকে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন- ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সমুদ্র গবেষণা ইউনিটের সচিব রিয়ার এ্যাডমিরাল (অব) খোরশেদ আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ খলিলুর রহমান, কক্সবাজার-২ আসনের এমপি আশিক উল্লাহ রফিক, জাতিসংঘের মিয়ানমার ইউনিটের মহাপরিচালক মোঃ দেলোয়ার হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল অফিসার এম আমানুল হক, ডিজি (এমরিকাস) ফেরদৌসী শাহরিয়ার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সামিয়া আনজুম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব তানভীর আহমেদ। বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নেভাল চীফ (পার্সোনাল) রিয়ার এ্যাডমিরাল এম আবু আশরাফ, বিএসপি, এনসিসি, পিএসসি উক্ত প্রতিনিধি দলকে গাইড করেন।
×