ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি-২০ সিরিজ জিতল ইংল্যান্ড

প্রকাশিত: ১২:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০

 টি-২০ সিরিজ জিতল ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় ও শেষ টি-২০ দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ২২৩ রানের লক্ষ্য ৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। সাত ছক্কায় ফিফটি ছুঁয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন ইংলিশ অধিনায়ক ইওন মরগান। এর চেয়ে বড় লক্ষ্য তাড়ায় কেবল একটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। ২০১৬ টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতেছিল ২২৯ রান তাড়া করে। ২১ বলে পঞ্চাশ ছুঁয়ে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করলেন মরগান। গত নবেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে পঞ্চাশ করে রেকর্ড গড়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস জিতে ব্যাট করতে নেমে টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২২ বলে পঞ্চাশ রান করে ফেলে উদ্বোধনী জুটি। ডি ককের বিদায়ে ভাঙ্গে শুরুর জুটি। চার ছক্কা ও এক চারে ২৪ বলে ৩৫ রান করা দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে থামান বেন স্টোকস। ৮৪ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। দারুণ এক ডেলিভারিতে বাভুমাকে বোল্ড করে দেন লেগ স্পিনার আদিল রশিদ। ২৪ বলে চারটি চার ও তিন ছক্কায় বাভুমা করেন ৪৯ রান। মিডল অর্ডারে দলকে টানেন হেনরিখ ক্লাসেন। ডেভিড মিলারের সঙ্গে গড়েন ৩১ বলে ৬৪ রানের জুটি। এতে ক্লাসেনের অবদান ২২ বলে ৫০। ৩৩ বলে চারটি করে ছক্কা ও চারে ৬৬ রান করা এই ডানহাতি ব্যাটসম্যানকে থামিয়ে বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙ্গেন টম কারান। পরে বিদায় করেন ডোয়াইন প্রিটোরিয়াসকে। ক্লাসেনের বিদায়ের পর ঝড় তোলেন মিলার। প্রথম ১১ বলে ১০ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ২০ বলে দুই ছক্কা ও তিন চারে অপরাজিত থাকেন ৩৫ রানে। কারান ও স্টোকস নেন দুটি করে উইকেট। রান তাড়ায় শুরুতেই জেসন রয়কে হারায় ইংল্যান্ড। তবে জস বাটলার ও জনি বেয়ারস্টোর ব্যাটে শুরুর ধাক্কা ভালভাবে সামাল দেয় দলটি। দুই বিস্ফোরক ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্রুত এগিয়ে যায় ইংল্যান্ড। ৪৯ বলে ৯১ রানের জুটিতে মজবুত ভিত গড়ে ফেরেন বাটলার। ২৯ বলে ৯ চার ও দুই ছক্কায় এই কিপার-ব্যাটসম্যান করেন ৫৭ রান। বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে ভাটা পড়েনি রানের গতিতে। তিনে নেমে তিন ছক্কা ও সাত চারে ৩৪ বলে ফিরেন ৬৪ রান করে। জো ডেনলির অসুস্থতার কারণে সুযোগ পাওয়া ডেভিড মালান বিদায় নেন দুই অঙ্ক ছুঁয়েই। কিন্তু স্টোকসের সঙ্গে চমৎকার এক জুটিতে দলকে জয়ের কাছে নিয়ে যান মরগান। ইংলিশ অধিনায়ক যেন মেতেছিলেন ছক্কার উৎসবে। যেদিকে সুযোগ পেয়েছেন সেদিকেই বল উড়িয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ২২ বলে ৭ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন মরগান। তবে শেষ ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন মইন আলি। ম্যাচ সেরা ইওন মরগান দুই ফিফটিতে হয়েছেন সিরিজ সেরাও।
×