ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সমাজ বাস্তবতার নিরিখে সাধারণ মানুষের গল্প ‘দ’ গল্প গ্রন্থ

প্রকাশিত: ০৩:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০২০

সমাজ বাস্তবতার নিরিখে সাধারণ মানুষের গল্প ‘দ’ গল্প গ্রন্থ

স্টাফ রিপোর্টার ॥ ঘটনাবহুল বাংলাদেশে সাম্প্রতিক দশকে ছিটমহল বিনিময় যেমন একটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ। আবার সাম্প্রতিক সময়ের ঘৃন্য রোহিঙ্গা গণহত্যা এবং ১০ লক্ষাধিক রোহিঙ্গার বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ মানবীয় সত্যের একটি বেদনাদায়ক অধ্যায়। অতিসাম্প্রতিক সময়ে ভারতের আসাম রাজ্যের এনআরসি ভারতের অভ্যন্তরিন বিষয় হলেও নিকটতম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে তার প্রভাব কোনভাবেই অস্বীকার করা যায় না। অপরদিকে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্বয় বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। লক্ষ প্রাণের জীবনদানের প্রতিটি মুল্যবান জীবন উৎসর্গের মধ্যে আমরা এমন অনেককেই হারিয়েছি যাঁরা শুধু একক জীবন ছিলেননা বরং সহশ্র লক্ষাধিক মানুষের আশা-ভরসার কেন্দ্রবিন্দু ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যৌন হয়রানীতে শিক্ষকদের সম্পৃক্ততায় আমরা বিমুঢ় হয়ে পরি। সম্প্রতি দেশে এধরনের ভয়াবহ প্রবণতা মাঝে মাঝেই পরিলক্ষিত হচ্ছে। এই পাঁচটি বিষয়কে উপজীব্য করেই “দ” গল্প গ্রন্থ। “দ” ইতোমধ্যেই অমর একুশে বইমেলা ২০২০ সহ সারাদেশে ব্যাপকভাবে পাঠক সমাদৃত হয়েছে। ‘দ’ পাওয়া যাচ্ছে একুশে বইমেলার গদ্যপদ্য প্রকাশনীর ৪১৭ ও ৪১৮ নং স্টলে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন Thomson Reuters Foundation এর Trust Conference 2019 Changemaker ও জাতীয় পর্যায়ের খ্যাতনামা বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ‘দ’ গল্প গ্রন্থের ছোট গল্পকার ড. মুহম্মদ শহীদ উজ জামানের ইতিপূর্বে প্রকাশিত গ্রন্থগুলো হল - মফস্বলের মধ্যবিত্তদের যাপিত জীবন (প্রবন্ধ: ২০১১), বৃক্ষ বন্দনা (কাব্য গ্রন্থ : ২০১১), উনিশ শতকের বাঙালির নবজাগরণ, সাম্প্রদায়িক বিভাজন ও বাঙ্গালি জাতিসত্তার উন্মেষ (প্রবন্ধন : ২০১৩), ধাম (উপন্যাস: ২০১৯)।
×