ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গান ও কবিতায় ‘অভিমানরা ভালো থাকুক’

প্রকাশিত: ০৮:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২০

গান ও কবিতায় ‘অভিমানরা ভালো থাকুক’

অনলাইন ডেস্ক ॥ ‘অভিমানরা ভালো থাকুক’ কাব্যগ্রন্থটি তরুণ গীতিকার শিমুলের প্রথম কাব্যগ্রন্থ। বইটি এবারের বই মেলায় পাণ্ডুলিপি প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে কাব্যগ্রন্থটি থেকে সংকলিত ‘অভিমানরা ভালো থাকুক’ নামে একটি গান গত ১৩ই ফেব্রুয়ারী প্রকাশ পায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী আহাদ ফাহিম। গানটি প্রকাশের পরেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। গ্রন্থটির কবি শিমুলের মতানুসারে, গ্রন্থটিতে পাঠক প্রচ্ছদেই ভিন্ন কিছু দেখতে পাবে। বইটির নামানুসারে প্রত্যেকটি কবিতা ওভাবেই সাজানো। বইটির উৎসর্গ থেকে শুরু করে কবি পরিচিতেও পাঠক ভিন্ন কিছুর ছোঁয়া পাবে। বইটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত পাঠক মনে ভালোই সাড়া ফেলেছে। গ্রন্থটির প্রকাশক আলিফ আহমদ এবং প্রচ্ছদ শিল্প শেখ বিপ্লবের। গ্রন্থটি একুশে বই মেলার ৪২৬ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে।
×