ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টি২০তে ফিরলেন ডুপ্লেসিস

প্রকাশিত: ১১:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 টি২০তে ফিরলেন ডুপ্লেসিস

স্পোর্টস রিপোর্টার ॥ সকল ধরনের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব ছাড়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই টি২০তে ডাক পেয়েছেন ফ্যাফ ডুপ্লেসিস। ফ্যাফের নেতৃত্বে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর তাকে বিশ্রামে রেখে ওয়ানডে ও টি২০ খেলে কুইন্টন ডি ককের দল। পরশু তিনি নিজেই জানিয়ে দেন কোন ভার্সনেই আর অধিনায়কত্ব করবেন না। তবে খেলা চালিয়ে যাবেন। অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন টি২০ সিরিজে ডি ককের নেতৃত্বেই খেলবেন তিনি। তবে স্বাগতিকদের জন্য দুঃসংবাদ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না টেম্বা বাভুমা। ফলে ওপেনিংয়ে ডি ককের সঙ্গী হতে পারেন ডুপ্লেসিস। জোহানেসবার্গে শুক্রবার প্রথম ম্যাচ। পরের দুটি টি২০ ২৩ ও ২৬ ফেব্রুয়ারি। সফরে প্রোটিয়াদের সঙ্গে তিনটি ওয়ানডেও খেলবে অস্ট্রেলিয়া। ডুপ্লেসিসের পাশাপাশি ঘরের মাঠে অসিদের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে ফিরেছেন কাগিসো রাবাদা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের পর তিনিও বিশ্রামে ছিলেন। ফিরেছেন আরেক পেসার আনরিখ নর্টজেও। দক্ষিণ আফ্রিকা টি২০ দল ॥ কুইন্টন ডি কক (অধিনায়ক, উইকেটরক্ষক), ফ্যাফ ডুপ্লেসিস, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, পিট ফন বিলিয়ন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফিকেয়াও, জন-জন স্মুটস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি, বিয়র্ন ফর্চুন, এনরিখ নর্টজ, ডেল স্টেইন, হেনরিক ক্লাসেন।
×