ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে চরমুগুরিয়া, লালমনিরহাটে সরকারী বয়েজ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১১:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 মাদারীপুরে চরমুগুরিয়া, লালমনিরহাটে সরকারী বয়েজ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় চলমান বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে মাদারীপুর জেলা চ্যাম্পিয়ন হয়েছে চরমুগুরিয়া মার্চেন্ট হাইস্কুল। মঙ্গলবার শ্বাসরূদ্ধকর ফাইনালে তারা ৭ রানে হারিয়ে দেয় ইউনাইটেড ইসলামিয়া সরকারী স্কুলকে। আর লালমনিরহাট জেলায় চ্যাম্পিয়ন হয় সরকারী বয়েজ স্কুল। তারা ৪ উইকেটে হারায় চার্চ অব গড হাইস্কুলকে। জেলা চ্যাম্পিয়ন হিসেবে মাদারীপুর থেকে চরমুগুরিয়া মার্চেন্ট হাইস্কুল ও লালমনিরহাট থেকে সরকারী বয়েজ স্কুল নিজ নিজ বিভাগীয় চ্যাম্পিয়নশিপে খেলবে। মাদারীপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চরমুগুরিয়া স্কুল অলআউট হয় মাত্র ১১৪ রানে। সর্বোচ্চ ২৬ রান করে রাশেদুল ইসলাম। আল জাবের মাহমুদ নেয় ৩২ রানে ৫ উইকেট। জবাবে ১০৭ রানে গুটিয়ে যায় ইউনাইটেড ইসলামিয়া সরকারী হাইস্কুল। দুই ওপেনার রমজান ও জহিরুল ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়লেও পারেনি ইউনাইটেড স্কুল। রবিন নেয় ১০ রানে ৩ উইকেট। ম্যাচ সেরা হয় চরমুগুরিয়ার রাশেদুল। লালমনিরহাট স্টেডিয়ামে জেলা ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে চার্চ অফ গড স্কুল ১৬০ রানে অলআউট হয়। সাব্বির রহমান সর্বোচ্চ ৩৫ রান করে। ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা আশিকুল ইসলাম আশিক। জবাবে ফজলে রাব্বি ও আবু সায়েম সাগরের ২৮ রানের দুটি ইনিংসে ৪২.৫ ওভারে ৬ উইকেটে ১৬২ রান তুলে জয় পায় সরকারী বয়েজ স্কুল।
×