ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লরিয়াস অ্যাওয়ার্ড পেলেন মেসি-শচিন

প্রকাশিত: ২৩:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২০

লরিয়াস অ্যাওয়ার্ড পেলেন মেসি-শচিন

অনলাইন ডেস্ক ॥ ক্রীড়াবিশ্বে লরিয়াস অ্যাওয়ার্ড কখনোই আলাদা কোনো গুরুত্ব বহন করে না। তবে, এবারের আসরটা অন্য যে কোনো সময়ের চেয়ে ছিল বেশ জাঁকজমকপূর্ণ। সোমবার রাতে বার্লিনে জমজমাট অনুষ্ঠানে হাজির হয়েছেন ক্রীড়াবিশ্বের বড়ো সব তারকা। হাজারো আলোর এই মেলার সবটুকু আলো কেড়েছেন লিওনেল মেসি। তিনি প্রথমবারের মতো লরিয়াসের বিবেচনায় ২০১৯ সালের সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন। মেসির জন্য এটাও নতুন এক ইতিহাস। কারণ, প্রথমবারের মতো কোনো ফুটবলার এই পুরস্কার জিতলেন। ফুটবল তো দূরের কথা, যে কোনো দলীয় খেলা থেকেই প্রথমবারের মতো কেউ এই পুরস্কার জিতল। বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কারটা অবশ্য একাই বাগিয়ে নিতে পারেননি বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা। পুরস্কারটা তিনি পেয়েছেন যৌথভাবে। তার সঙ্গে আছেন ফর্মুলা ওয়ানের লুইস হ্যামিল্টন। এটাও আলাদা করে নতুন এক ইতিহাস। কারণ, এই পুরস্কারের ২০ বছরে ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুজন ভিন্ন ক্রীড়াবিদের মাথায় উঠল বিজয়ীর মুকুট। মেসি অবশ্য সশরীরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে, একটা ভিডিও বার্তায় নিজের পুরস্কার জয়ের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। ক্ষুদে জাদুকর বলেন, ‘এটা আমার জন্য স্মরণীয় একটা মুহূর্ত। কোনো দলীয় খেলা থেকে প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার পেলাম। আমি গর্বিত।’ মেসি-হ্যামিল্টনদের রাতে ক্রিকেট বিশ্বের হাতেও উঠেছে বিশেষ এক পুরস্কার। আর সেটা এসেছেন স্বয়ং শচীন টেন্ডুলকারের সুবাদে। তিনি গেল বিশ বছরের সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কারটা নিজের করে নিয়েছেন। ২০১১ সালে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে ভারত। বিশ্বকাপ জয়ের পর টেন্ডুলকারকে কাঁধে তুলে উদ্যাপন করে ভারতীয় ক্রিকেট দল। সেই স্মৃতি এখনো সমর্থকদের মনে গেঁথে আছে। সেই মুহূর্তটির সুবাদেই পুরস্কারটি জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়াহর কাছ থেকে মর্যাদাকর পুরস্কার নেন টেন্ডুলকার। লিটল মাস্টারখ্যাত এই কিংবদন্তি বলেন, ‘এখানে অসংখ্য ক্রীড়াবিদ আছেন, কিংবদন্তি যাদের অনেক কিছু ছিল না। তবু খুঁজে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেছেন তারা। খেলাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তারা। সেই সুবাদে নিজের স্বপ্ন পূরণ করেছেন। এর মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করছেন, সামনেও করবেন। আমি তাদের ধন্যবাদ জানাই। এ পুরস্কার শুধু আমার নয়, তাদের সবার যারা মাঠের খেলা দিয়ে সবার জন্য আদর্শ স্থাপন করেন।’ বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোনা বাইলস। আর বছরের বিশ্বসেরা দল নির্বাচিত হয়েছে গেল বছরই রাগবি বিশ্বকাপের শিরোপা জয় করা দক্ষিণ আফ্রিকা পুরুষ রাগবি দল।
×