ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বায়োপিক 'বঙ্গবন্ধু'তে নামভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ

প্রকাশিত: ০১:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২০

বায়োপিক 'বঙ্গবন্ধু'তে নামভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ

অনলাইন ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'বঙ্গবন্ধু'তে নামভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ। আগামী ১৭ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আরিফিন শুভ ভারতের মুম্বাইতে গত ১৭ ফেব্রুয়ারি ছবিটির পরিচালক শ্যাম বেনেগালের উপস্থিতিতে চুক্তিপত্রেও সই করেছেন। তবে অভিনেতা ও নির্মাতা কেউই বিষয়টির সত্যতা নিশ্চিত করেননি। এ বিষয়ে পরিচালক শ্যাম বেনেগাল গণমাধ্যমকে বলেছেন, দেখুন, এ ব্যাপারে আমার কিছু বলা শোভা পায় না। এই ছবি উভয় সরকারের প্রযোজনায় নির্মিত হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকেই আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন। বঙ্গবন্ধুর মা সায়রা বানুর চরিত্রের জন্য আগেই চূড়ান্ত হয়েছেন দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান। খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু এবং গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে দেখা যাবে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদকে। জানা গেছে, বাংলা ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে। ছবিটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত। বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। ২০২১ সালের ১৭ মার্চের আগেই আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে ছবিটি।
×