ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হংকংয়ে প্রতিবন্ধীরা মাস্ক সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে

প্রকাশিত: ০৭:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২০

হংকংয়ে প্রতিবন্ধীরা  মাস্ক সংগ্রহ করতে  হিমশিম খাচ্ছে

হংকংয়ের প্রতিবন্ধী বাসিন্দারা এবং তাদের যত্ন নেয়া লোকজন বলছেন যে, তারা তাদের এ্যাপার্টমেন্টগুলিতে আটকা পড়েছেন এবং কর্তৃপক্ষ তাদের খেয়াল রাখছে না। করোনাভাইরাস-আক্রান্ত শহরটিতে ফেসমাস্কের ঘাটতি দেখা দিয়েছে এবং সংগ্রহ করতে পারবেন কিনা তা নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসা কেন্দ্রগুলোতে ফেসমাস্ক, টয়লেট পেপার ও পরিষ্কার সামগ্রী কিনতে লোকজনের দীর্ঘ লাইন পড়ছে। তাড়াহুড়া করে সংগ্রহ করতে গিয়ে হুড়াহুড়ি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে। হংকংয়ে বিনামূল্যে মাস্ক দেয়া হয়। স্টিভেন ইয়ান নামের এক প্রতিবন্ধী বাইরে যেতে একটি হুইলচেয়ার ব্যবহার করেন। তিনি তার এ্যাপার্টমেন্টের নিকট ফেসমাস্ক খোঁজ করেছিলেন, তবে গত মাসে তিনি একবারই সফল হয়েছিলেন। বিনামূল্যে পাঁচটি মাস্ক হাতে পেতে তাকে ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তিনি বলেন, ‘এ ঘটনা আমাকে প্রচন্ড ক্লান্ত করে ফেলেছিল। আমি আমার জায়গা হারাতে পারি এই ভয়ে লাইন ছেড়ে যেতে সাহস পাইনি।’ -জাকার্তা পোস্ট
×