ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

করোনায় চীনের নার্সদের চুল বিসর্জন

প্রকাশিত: ০৭:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২০

 করোনায় চীনের  নার্সদের চুল  বিসর্জন

করোনার চিকিৎসা দিতে গিয়ে চীনে প্রায় ২ হাজার স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাতে এই সংক্রমণটি ছড়িয়ে না পড়ে তার সতর্কতায় চীনের উহানে নার্সদের চুল কেটে দেয়া হচ্ছে। সংক্রমণের সমস্ত পথ বন্ধ করতেই নারী স্বাস্থ্যকর্মীরা চুল কেটে ফেলছেন বলে জানা গেছে। ডিসেম্বরের শেষদিকে সর্বপ্রথম চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভাইরাসে ইতিমধ্যে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে প্রায় ৭৫ হাজার। প্রায় দু’মাস ধরে উহানের হাসপাতালগুলোতে দিন-রাত জরুরী সেবা দিয়ে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সংক্রমণ এড়াতে সর্বোচ্চ সতর্কতা নিয়ে চলছে কাজ। প্রযুক্তিকেও কাজে লাগিয়েছে চীনা কর্তৃপক্ষ। -সিনহুয়া
×