ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে ২০ লাখ মানুষ রাষ্ট্রহীন হতে পারে ॥ গুতেরেস

প্রকাশিত: ০৭:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২০

 ভারতে ২০ লাখ মানুষ  রাষ্ট্রহীন হতে পারে ॥  গুতেরেস

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) কারণে ভারতে প্রায় ২০ লাখ মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্প্রতি ভারতে নাগরিকত্ব সংশোধন আইন পাস করে। এর ফলে যারা রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন তার মধ্যে বেশির ভাগই মুসলিম। এ নিয়ে গুতেরেসের কাছে জানতে চাওয়া হয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর বিরুদ্ধে ক্রমবর্ধমান বৈষম্যে তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই’। গুতেরেস বলেন, এটা প্রাসঙ্গিক যে, পৃথিবীর যেখানেই নাগরিকত্ব আইন পরিবর্তন বা সংশোধন হোক, সেখানে এমন উদ্যোগ থাকতে হয় যাতে মানুষের রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকি এড়ানো যায় এবং পৃথিবীর প্রতিটি মানুষ কোন একটি দেশের নাগরিক এটা নিশ্চিত করা হয়। জাতিসংঘ মহাসচিবের একটি এক্সক্লুসিভ সাক্ষাতকার নেয় ডন নিউজ। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় কাশ্মীরে নির্যাতন, যৌন নির্যাতন, শিশুদের অবরোধ করে রাখা নিয়ে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও সম্প্রতি নয়াদিল্লীর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টসহ আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট নিয়ে। গুতেরেস বলেন, কাশ্মীরে প্রকৃতপক্ষে কি ঘটছে তা পরিষ্কার হওয়ার ক্ষেত্রে জাতিসংঘ হাইকমিশনারের দুটি রিপোর্টসহ এসব রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব রিপোর্ট সিরিয়াসলি নেয়া অত্যাবশ্যক। ভারত দখলীকৃত কাশ্মীর উপত্যকায় একটি উচ্চ শক্তিসম্পন্ন তদন্ত কমিশন গঠন ও নৃশংসতা তদন্ত করতে কেন জাতিসংঘ ব্যর্থ হলো? এ প্রশ্নের জবাবে আন্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘের শুধু গবর্নিং বডি বা নিরাপত্তা পরিষদ ওই সিদ্ধান্ত নিতে পারে। তবে ওইসব রিপোর্ট বিশ্বাসযোগ্য, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। এ সময় তিনি স্বীকার করে নেন যে, জাতিসংঘের বর্তমান কাঠামো এবং স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের ভেটো দেয়ার ক্ষমতা জাতিসংঘের উদ্দেশ্য প্রয়োগের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। -ডন
×