ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাংক নথি নাগরিকত্বের জন্য যথেষ্ট নয় ॥ গুয়াহাটি হাইকোর্ট

প্রকাশিত: ০৭:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০২০

  ব্যাংক নথি নাগরিকত্বের  জন্য যথেষ্ট নয় ॥  গুয়াহাটি হাইকোর্ট

জমির রাজস্বের রসিদ, ব্যাঙ্কের স্টেটমেন্ট কিংবা পার্মানেন্ট এ্যাকউন্ট নম্বর (প্যানকার্ড) কোনটাই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না বলে রায় দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। হাইকোর্টের দুই বিচারক মনোজিৎ ভুঁইয়া ও পার্থজ্যোতি সাইকিয়া এক রায়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন: সেবার আদালত প্যান ও ব্যাঙ্কের নথিকে নাকচ করে দিয়েছিল নাগরিকত্বের প্রমাণ হিসেবে। পাশাপাশি আদালত জানায় জমির রাজস্ব দানের রসিদ কোন ব্যক্তির নাগরিকত্ব প্রমাণে ব্যবহার করা যাবে না। অসমে এনআরসিতে ১৯ লাখ মানুষ নাগরিকত্ব হারানোর পর জাবেদা বেগম ওরফে জাবেদা খাতুনের করা এক আপীলে হাইকোর্ট এ রায় দিল। ট্রাইব্যুনাল জাবেদাকে বিদেশী বলে চিহ্নিত করার পর তিনি হাইকোর্টে আপীল করেন। নাগরিত্ব প্রমাণে তিনি কোর্টের সামনে যে ১৪টি কাগজ জমা দেন, তার মধ্যে অন্যতম ছিল তাদের গ্রামের প্রধানের লেখা প্রসংশাপত্র, যেখানে ওই মহিলার বাবাকে ও স্বামীকে ওই গ্রামের বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু ট্রাইব্যুনালের মতোই হাইকোর্টের বক্তব্য, তিনি তার বাবা-মার কোন নথি দিতে সক্ষম হননি। -এনডিটিভি
×