ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহিলা সমিতি মঞ্চে ‘রোমিও জুলিয়েট’

প্রকাশিত: ০৭:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২০

 মহিলা সমিতি মঞ্চে ‘রোমিও জুলিয়েট’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় নাট্যোৎসবে আগামীকাল ২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের তির্যক নাট্যগোষ্ঠীর ৩৪তম প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও জুলিয়েট’ নাটকের মঞ্চায়ন হবে। সুধাংশু রঞ্জন ঘোষের অনুবাদে ‘রোমিও জুলিয়েট’ নাটকটি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। ‘রোমিও জুলিয়েট’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জিল্লুর রহমান, মূর্ছনা ঐশী, শাহরিয়ার হান্নান, রাবেয়া বশরী নায়লা, রতন দাশ, রাশিদা আক্তার, রিমি চৌধুরী, মুশফিকুর রহমান লিটন, হৈমন্তী শুক্লা মল্লিক, নাঈমা নাজনীন প্যারিস, ইস্তিয়াক রাব্বি, সালেহ আহমেদ প্লাবন, অমিত চৌধুরী, ওমর ফারুক, বায়জিদ হোসাইন, জাহাঙ্গীর, মেজবাহ, রফিউল কাদের রুবেল, জোবায়েদ চৌধুরী, অভিক, রাশেদুল মামুন, তন্ময় চক্রবর্তী, জয়সেন দাশ, স্বাধীন ফয়সাল, রিক গুপ্ত, রত্নেশ্বরী, শ্রাবণী, প্রীতি, ফাকিরা। নাটকের পোশাক নাঈমা, হীরা, মনি, আবহসঙ্গীত নিয়ন্ত্রণ মুনতাসির, সীমান্ত ও রিভু, আলোক প্রক্ষেপণ জালালউদ্দিন রাসেল, রূপসজ্জা হান্নান ও নিন্টু, দ্রব্য সম্ভার হীরা, তুলি, পোস্টার সাঈদ হিরো, সেট নির্মাণ আব্দুল মালেক, মঞ্চ ব্যবস্থাপনা ফারুক, লুসাই, বায়েজিদ সার্বিক তত্ত্বাবধানে গোলাম মর্তুজা রাজ্জাক। নাটকের কাহিনীতে দেখা যাবে ভেরোনা শহরের সম্ভ্রান্ত ও মর্যাদাসম্পন্ন দুটি পরিবার মন্তেগু ও ক্যাপুলেট। প্রাচীন বিদ্বেষ ও বিবাদে ফেটেপড়া এ দুটি পরিবার দীর্ঘদিন ধরে এক রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত। পরস্পরের ঘৃণামিশ্রিত রক্ত, তারা বারবার রঞ্জিত করেছে রাজপথ। এই দুটি পরিবারের টু স্টার-ক্রোসড প্রেমিক যুগল ‘রোমিওথ ও ‘জুলিয়েটথ। দ্রুত ধাবিত মৃত্যুই যেন এই ভাগ্য বিড়ম্বিত প্রেমিকদের এক করে দিয়েছিল, সে রাতের সেই ভোজসভায়, তাদের অজান্তে-অজ্ঞাতসারে। এদের ভাগ্য যেন পূর্ব নির্ধারিত। ভালবাসা-অতঃপর নিজেদের ধ্বংস ত্বরান্বিত করা। তাই তাদের অকাল মৃত্যুই পরিশেষে অবসান ঘটায় এই দুই পরিবারের দ্বন্দ্ব কলহের ইফ অল ইলস ফেইল, আই হ্যাভ পাওয়ার টু ডাই-জুলিয়েটের এই সংলাপের অনুরণন যেন শুনতে পাই এই নাটকের পরিসমাপ্তিতে, দুটি আত্মহত্যার মধ্য দিয়ে। ক্ষমতা, প্রতিপত্তি ও যশের মোহে লালিত, ঘৃণা, প্রতিহিংসা ও মৃত্যুর কাছে ‘ভালবাসাথ পরাজিত সর্বদা। এই প্রাচীন দ্বন্দ্ব চির নতুন, নবনব রূপে, সমাজ, ধর্ম, রাজনীতি ও জাত-পাতের লড়াইয়ের আধুনিক সংস্করণ। এ প্রেম আর তার বক্র কুটিল গতি চির ধাবমান। যুগের পরিবর্তনে, সময়ের ব্যবধানে তার রূপ বদলায় মাত্র।
×