ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রন্থমেলায় ড. নাসরীন জেবিনের নতুন তিন বই

প্রকাশিত: ০৭:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২০

 গ্রন্থমেলায় ড. নাসরীন জেবিনের নতুন তিন বই

সংস্কৃতি ডেস্ক ॥ অমর একুশে গ্রন্থমেলা-২০২০ উপলক্ষে প্রকাশ হয়েছে বিশিষ্ট লেখিকা, গবেষক ও শিক্ষক ড. নাসরীন জেবিনের তিনটি গ্রন্থ। গ্রন্থ তিনটি হলো- কাব্যগ্রন্থ ‘ঘাসফড়িং’, গল্পগ্রন্থ ‘আমি তুমি ও সে’ এবং গবেষণাধর্মীগ্রন্থ ‘বাংলাদেশের উপন্যাস’। গ্রন্থগুলো প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনী অনন্যা। প্রকাশক মনিরুল হক। এর মধ্যে দুটি বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ এবং একটি বইয়ের প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগড়। ‘ঘাসফড়িং’ কাব্যগ্রন্থে মোট ৭২টি কবিতা স্থান পেয়েছে। আর ‘আমি তুমি ও সে’ গল্পগ্রন্থে মোট ১২টি গল্প রয়েছে। আর ‘বাংলাদেশের উপন্যাস’ গ্রন্থে বাংলাদেশের উপন্যাস নিয়ে তার বিভিন্ন গবেষণামূলক তথ্য উপাত্য তুলে ধরেছেন সাবলীলভাবে। লেখক ড. নাসরীন জেবিন মূলত শিক্ষক। এখন শিক্ষকতা করছেন মহানগর মহিলা কলেজে। সেখানে তিনি বাংলা বিভাগের অধ্যাপক। জন্ম নারায়ণগঞ্জে। পিতা প্রয়াত প্রধান শিক্ষক হাবিবুর রহমান। মাতা সকিনা রহমানও সাবেক শিক্ষক। ড. নাসরীন জেবিন উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারায়ণগঞ্জে পড়েছে। সেখানে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তার অসংখ্য একক প্রবন্ধ বিভিন্ন জার্নাল ও বেশকিছু পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গ’, ‘বাংলা ছোট গল্প’, ‘নারী তুমি জয়িতা’, ‘ফিরে এসো সুতপা’, ‘নারীর পৃথিবী নারীর স্বপ্ন’, ‘দিঘি জল ছুঁয়ে যায় সর্বনাশা চিল’, ‘নারী তুমি অর্ধেক আকাশ’, ‘সাধের পালকে পূর্ণিমার চাঁদ’, ‘মোহিনীর জন্য’, ‘রবীন্দ্র বিচিত্রা’, ‘রূপন্তীর শেষ রাত’, ‘প্রতিবাদী নারী ও সমাজ’, ‘এক উঠোন আকাশ’, ‘অব্যক্ত’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও উপন্যাস’, ‘বাংলাদেশের উপন্যাস’ ‘ঘাসফড়িং’, ‘আমি তুমি ও সে’ প্রভৃতি’। সাহিত্য চর্চা ও গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০১৬-২০১৭ বিশাল বাংলা প্রকাশনী সাহিত্য পুরস্কার পেয়েছেন। তার প্রিয় শখ বই পড়া। রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করেন। এ ছাড়া তিনি সময় পেলেই ছবি আঁকতে ভালবাসেন।
×