ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চঞ্চল সৈকতের গবেষণা অভিসন্দর্ভ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৭:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২০

 চঞ্চল সৈকতের গবেষণা অভিসন্দর্ভ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশিত হলো ড. চঞ্চল সৈকতের গবেষণা অভিসন্দর্ভ গ্রন্থ ‘এ স্টাডি অন কালচারাল ইমপ্যাক্ট অন ইকোনমিক ডেভেলপমেন্ট : বাংলাদেশ পারস্পেকটিভ’। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর, আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়, অধ্যাপক আবদুস সেলিম, নাট্যজন আকতারুজ্জামান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ প্রমুখ। মঞ্চসারথি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রন্থের প্রকাশক নবযুগ প্রকাশনীর প্রধান নির্বাহী অশোক রায় নন্দী। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক উন্নয়নে সংস্কৃতির প্রভাব নিয়ে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, সারা পৃথিবীর আজ বিভিন্ন দেশের সংস্কৃতি সেদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। সেখানে আমরা বেশ পিছিয়ে আছি। আমাদের দেশের সংস্কৃতিকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। আর এ জন্য আমাদের সংস্কৃতিকে লাভজনক জায়গায় পৌঁছাতে হবে। তা না হলে আমরা সংস্কৃতি চর্চায় টিকে থাকতে পারব না। তিনি বলেন, আর এ জন্যই অর্থনৈতিক উন্নয়নে সংস্কৃতির প্রভাবের এই জায়গাটি নিয়ে আলোচনার প্রয়োজন ছিল। ড. চঞ্চল সৈকত সেই চিন্তাধারায় গবেষণালব্ধ এই বইটি প্রকাশ করে আমাদের সামনে বিষয়টিকে ভাল ভাবে তুলে ধরেছে। চঞ্চলকে ধন্যবাদ। আতাউর রহমান বলেন, বইটি আমি দেখেছি। বইটি আমাদের উন্নয়নশীল দেশের অর্থনীতি এবং তাতে সংস্কৃতির ভূমিকা কি হতে পারে বা কি হতে পারতসহ বিভিন্ন বিষয়ে অনেক ভাবনা উস্কে দিয়েছে। আলোচনায় অনুভূতি ব্যক্ত করে লেখক চঞ্চল সৈকত বলেন, আমাদের উন্নয়নশীল অর্থনীতি কিভাবে সংস্কৃতিতে প্রভাব ফেলছে এবং সারা বিশ্বে সংস্কৃতি কিভাবে অর্থনীতিতে ভূমিকা রাখছে সেই বিষয়টি বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটা সফল হয়েছি। অন্য বক্তারা বলেন, বইটি সবার কাছে পৌঁছানো প্রয়োজন। আর সে জন্য ইংরেজীতে লেখা এই বইটি প্রকাশ করার পাশাপাশি বাংলায় অনুবাদ করে প্রকাশ করলে ভাল হতো। বইটি প্রকাশ করেছে নবযুগ প্রকাশনী। বইটির মূল : ৭৮০ টাকা।
×