ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় জিকে খাল পাড়ে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৭:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২০

 কুষ্টিয়ায় জিকে খাল পাড়ে উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৯ ফেব্রুয়ারি ॥ ভেড়ামারায় জিকে প্রধান সেচ খালের পাড়ে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা দখলমুক্ত করতে ২য় দফায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগে বুধবার দুপুর ১টার দিকে ভেড়ামারা উপজেলার চন্ডিপুর সেচ খালের ৪নং ব্রিজ সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযানকালে ২৬টি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান সেচ খালসহ শাখা খালগুলোর ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করায় সেচ সরবরাহে বিঘ্নের সৃষ্টি হচ্ছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের পূর্ব নির্ধারিত উচ্ছেদ পরিকল্পনায় চলমান এই অভিযানের প্রথম দিনে গত ২৩ ডিসেম্বর জিকে মেইন খালের ওপরে ৬০টি এবং ২য় দফায় বুধবার ২৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
×