ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় নদ-নদী দখলদার সহস্রাধিক ॥ উচ্ছেদে গতি নেই

প্রকাশিত: ০৭:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২০

 খুলনায় নদ-নদী দখলদার সহস্রাধিক ॥ উচ্ছেদে  গতি নেই

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সরকার নদী, খাল ও সরকারী জমির অবৈধ দখলদার উচ্ছেদে নানামুখী তৎপরতা গ্রহণ করেছে। সংশ্লিষ্টদের এ ব্যাপারে নির্দেশনাও দেয়া হয়েছে। দখলদার চিহ্নিত করার জন্য বারবার জরিপ করা হচ্ছে। দখলদারদের নোটিস প্রদান করা হচ্ছে। এতে মাসের পর মাস কেটে গেলেও দখলদার উচ্ছেদে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং দখলদাররা বিশেষ করে নদ-নদীর তীর দখলকারী ইটভাঁটি মালিক ও অন্যান্য দখলদার তাদের স্থাপনা সম্প্রসারণ করে চলেছে। ময়ূর নদী ও নগরীর বিভিন্ন খালের দখলদার উচ্ছেদে অভিযান অব্যাহত থাকলেও জেলার অন্যান্য স্থানে উচ্ছেদ অভিযানে তেমন গতি নেই। অবশ্য পানি উন্নয়ন বোর্ড খুলনার কর্মকর্তারা বলছেন শীঘ্রই পাউবোর জমি, খাল ও নদীর অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান জোরদার করা হবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, খুলনা জেলায় পাউবোর দুটি বিভাগ রয়েছে। এর মধ্যে খুলনা পাউবো-১ এর আওতায় তেরখাদা উপজেলা, ফুলতলা, দিঘলিয়া, ডুমুরিয়া, রূপসা ও বটিয়াঘাট উপজেলার আংশিক এবং খুলনা সদরের আংশিক। পাউবো-২ পাইকগাছা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার আংশিক এবং খুলনা সদরের আংশিক এলাকা নিয়ে গঠিত। কয়রা উপজেলা পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা জেলার অন্তর্গত। সূত্র জানায়, দুই হাজারের বেশি অবৈধ দখলদার রয়েছে। জরিপ করে পাউবো ইতোমধ্যে প্রায় সাড়ে ১১শ’ অবৈধদখলদার চিহ্নিত করেছে। অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে নোটিসও দিয়েছে। জানা গেছে, বারবার জরিপ করা এবং নোটিস প্রদান করা হলেও দখলদাররা তাদের স্থাপনা অপসারণ করছে না। বরং অনেক ক্ষেত্রে দখলদারিত্ব বেড়েছে। আর দখলদারিত্ব বহাল রাখার ক্ষেত্রে দখলবাজদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের এক শ্রেণীর অসৎ কর্মকর্তার আর্থিক যোগসাজশ থাকার অভিযোগ রয়েছে। পাউবো খুলনা-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী নদী, খাল, জলাশয় ও সরকারী জমির অবৈধ দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেয়া হচ্ছে। পাউবো খুলনায় ইতোমধ্যে সাড়ে ১১শ’ অবৈধ দখলদার চিহ্নিত করেছে। সীমানা পিলার বসিয়ে মাইকিং করা এবং দখলদারকে দখল ছেড়ে দিতে নোটিস দেয়া হয়েছে। বটিয়াঘাটায় কিছু দখলদার পাউবোর জায়গা ছেড়ে দিয়েছে। এছাড়া ডুমুরিয়া, তেরখাদা, বটিয়াঘাটায় ৭৩৬টি দখলদার উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে। আগামী মার্চ থেকে ইটভাঁটিসহ অন্যান্য অবৈধ দখলদার উচ্ছেদে জোরেশোরে অভিযান শুরু করা হবে। যে কোন মূল্যে অবৈধ দখল থেকে নদী, খাল উদ্ধার করা হবে।
×