ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাটগ্রামে ছয় ভারতীয় গরুসহ আটক এক

প্রকাশিত: ০৭:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২০

 পাটগ্রামে ছয় ভারতীয় গরুসহ আটক এক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৯ ফেব্রুয়ারি ॥ জেলার পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের দহগ্রামের শফিয়ার রহমানের বসতবাড়ির পূর্ব পাশের বাঁশঝাড় হতে ভারতীয় ৬টি গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত চোরাকারবারি মোঃ সহিদার রহমানকে (২৮) বুধবার দুপুর দুটায় লালমনিরহাটে আদালতে সোপর্দ করা হয়েছে। গরুগুলো থানা হেফাজতে রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা। এই চোরাচালানির ঘটনায় আটক ব্যক্তিসহ তিন জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার বিবরণে জানা যায়, বুধবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার ভারতের পেটের ভিতর অবস্থিত বিলুপ্ত ছিটমহল দহগ্রামে শফিয়ার রহমানের বসতবাড়ির পূর্ব পাশে বাঁশঝাড় দিয়ে কয়েকজন চোরাকারবারি ভারত হতে গরু এনেছে। সেখানে পুলিশ অভিযান চালিয়ে ৬টি গরু উদ্ধার করে। এ সময় দহগ্রাম ইউনিয়নের তারাকুটি গ্রামের দুলু মিয়ার ছেলে সহিদার রহমানকে আটক করে। সে একজন সংঘবদ্ধ গরু চোরাকারবারির সদস্য। এ ঘটনায় আরও জনকে আসামি করে মামলা দায়ের হয়। তারা হলো একই গ্রামের হামিদুল ইসলামের পুত্র আজাহারুল ও একই ইউনিয়নের থানাপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র আব্দুল কাদের লেফন্টে। গরুগুলো সুযোগ বুঝে তিন বিঘা করিডোর দিয়ে পাচার করে নিয়ে আসা হতো।
×