ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক বিতরণ

প্রকাশিত: ০৭:৫৩, ২০ ফেব্রুয়ারি ২০২০

  এবার বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের  চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ এবার বাড়ি বাড়ি গিয়ে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান করেছেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারি। বুধবার রামপাল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের খানজাহান আলী বিমানবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের তিনি এই চেক প্রদান করেন। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি ৩২টি চেকের মাধ্যমে ১ কোটি ৬ লাখ টাকার প্রদান করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকদের। এরপর বাগেরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের দাবিসমূহের সেবা অনলাইনের মাধ্যমে প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর তিনি স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থাপনা, শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন প্রমুখ।
×