ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে বাস-ট্রাক সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০৮:০৪, ২০ ফেব্রুয়ারি ২০২০

কক্সবাজারে বাস-ট্রাক সংঘর্ষে নিহত দুই

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ার খুটাখালীতে বাস ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এতে ঘণ্টাব্যাপী এ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বুধবার দুপুর সোয়া ১২টায় খুটাখালী মইক্ক্যাঘোনায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে চকরিয়ামুখী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারমুখী যাত্রীবাহী হানিফ চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। দুমড়েমুচড়ে গেছে ট্রাকটি। চেয়ারকোচটি পার্শ্ববর্তী ধানি জমির পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণে রক্ষা পায় যাত্রীরা। বগুড়ায় চালক ও হেলপার স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হাজীপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো- বাসের হেলপার শহিদুল ইসলাম (৫০) ও ব্যাটারিচালিত অটোভ্যান চালক দিলবর(৪৫)। পুলিশ জানায়, বগুড়া থেকে আধুনিকা পরিবহন নামে একটি বাস শিবগঞ্জের কিচক হয়ে জয়পুরহাট যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যান চালক মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এর মধ্যে বাসের হেলপারকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। শার্শায় চালক স্টাফ রিপোর্টার বেনাপোল থেকে জানান, বুধবার সকালে নাভরণ-সাতক্ষীরা সড়কের হাঁড়িখালীতে দুটি বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর হোসেন (৫৮) গ্রীনবাংলা পরিবহনের চালক। ওই পরিবহনে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বুঝতলা বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাসফরে নাটোর যাচ্ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ ছাত্রছাত্রী। তারা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, শিক্ষার্থী বহনকারী পিকনিক বাসটি সাতক্ষীরা থেকে ছেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ও সাতক্ষীরা হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এসময় সড়কের ওপর দুর্ঘটনায় সব ধরনের যানবাহন চলাচল প্রায় একঘণ্টা বন্ধ থাকে। মাগুরায় আরোহী নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের শালিখার সীমাখালীতে মঙ্গলবার গভীর রাতে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোশারফ হোসেন (৪৬) নামে এক ব্যক্তি নিহত এবং তার স্ত্রী শাহানারা আখতার (৩৫) আহত হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোশারফ হোসেন মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামের শরাফত জোয়ারদারের ছেলে। তারা মোটরসাইকেলে করে যশোর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। শেরপুরে যাত্রী নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, অটোরিক্সা ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে চাঁন মিয়া (৪০) নামে এক অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শেরপুর-জামালপুর সড়কের সাতপাকিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওইসময় আরও ৪ যাত্রী আহত হয়েছেন। নিহত চাঁন মিয়া পার্শ¦বর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহতরা হচ্ছে একই গ্রামের আব্দুর রহিম (৫৫), তার ছেলে সোহাগ মিয়া (২০), গোলাম হোসেনের ছেলে সুফল মিয়া (২৫) ও বেঙ্গালুর ছেলে সোহেল মিয়া (২৮)। জানা যায়, পাশ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে বুধবার দুপুরে অটোরিক্সা জামালপুর যাবার পথে শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ওই সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৫ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন।
×