ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯ কোটি টাকা আত্মসাত

চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন কারাগারে

প্রকাশিত: ০৮:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২০

 চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন কারাগারে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান। বুধবার সিনিয়র স্পেশাল মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। জানা যায়, অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া এ মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন ডাঃ সরফরাজ খান। মেয়াদ শেষ হওয়ায় গত সপ্তাহে তিনি চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন। বুধবার সে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠাবার আদেশ দেন। দুদকের মামলায় ডাঃ সরফরাজ খানের বিরুদ্ধে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ২০১৪ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি কেনার নামে এ অর্থ আত্মসাত হয়। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বাদী হয়ে ২০১৯ সালের ২৫ নবেম্বর এ মামলা দায়ের করেন। এতে আরও ৬ জনকে আসামি করা হয়। তারা হলেন ডাঃ আবদুর রব, ডাঃ মইনউদ্দিন মজুমদার, ডাঃ বিজন কুমার নাথ, জাহেদ উদ্দিন সরকার, মুন্সী ফারুক হোসেন এবং আফতাব আহমেদ।
×